যে কারণে আদালতের দ্বারস্থ হলেন ঐশ্বরিয়া-কন্যা আরাধ্যা


বলিউড তারকা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের কন্যা আরাধ্যা বচ্চন, যিনি জন্মের পর থেকেই মিডিয়ার নজর কাড়েন, সম্প্রতি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তার বিরুদ্ধে নেট দুনিয়ায় ভুল এবং বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে।
আরাধ্যা বচ্চনের স্বাস্থ্য সংক্রান্ত মিথ্যা খবর এবং ‘গুরুতর অসুস্থ’ বা ‘মারা গেছেন’ দাবির সঙ্গে বিভিন্ন প্রতারণামূলক ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ছে, যা বচ্চন পরিবারকে চরম উদ্বেগের মধ্যে ফেলেছে। এর আগেও ২০২৩ সালে একই ধরনের অভিযোগ উঠেছিল এবং আদালত তখন তা সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছিল। তবে, এখনো এই ধরনের বিভ্রান্তিকর তথ্য রয়ে গেছে বলে জানিয়েছেন বচ্চন পরিবার।
এখন, আরাধ্যার আবেদনের পরিপ্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট গুগলকে নোটিস পাঠিয়েছে। মামলাটির পরবর্তী শুনানি ১৭ মার্চ অনুষ্ঠিত হবে।