শিবপ্রসাদ দম্পতির আইনি পদক্ষেপ
সাইবার হেনস্তার বিরুদ্ধে আদালতে জিনিয়া


ক্রাইম জোন ২৪।।টালিউড তারকা দম্পতি শিবপ্রসাদ মুখার্জি ও জিনিয়া সেনের বিরুদ্ধে চলা অনলাইন হেনস্তা এবার আইনি রূপ পেল। অভিনেত্রী ও চিত্রনাট্যকার জিনিয়ার বিকৃত ও আপত্তিকর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তারা থানায় মামলা করেছেন। পাশাপাশি আদালতেও দিয়েছেন বয়ান।
ঘটনার সূত্রপাত গত বছর যখন একটি ব্লকবাস্টার সিনেমা ‘বহুরূপী’র পরপরই দেব অভিনীত ‘খাদান’ ছবির বক্স অফিস সাফল্যে শিবপ্রসাদকে আক্রমণ করে বসেন দেবভক্তরা। সে সময় শিবপ্রসাদ চুপ থাকলেও স্ত্রী জিনিয়া মুখ খুলেছিলেন। তার পর থেকেই তাকে উদ্দেশ্য করে শুরু হয় কটাক্ষ ও হুমকি।
জিনিয়া জানান, সেই ঘটনার জেরেই সামাজিক মাধ্যমে তার বিকৃত, অর্ধনগ্ন ছবি ছড়িয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, হুমকিও আসে একাধিকবার। তিনি জানান, গত জুলাইয়ে রাজ্যে ঘটে যাওয়া ধর্ষণ মামলারও কোনো সুরাহা হয়নি—সেই প্রেক্ষাপটে এসব ঘটনাকে ধর্ষণকামী মানসিকতার প্রতিফলন বলেই মনে করেন তিনি।
শনিবার আলিপুর আদালতের বিচারকের কাছে বয়ান রেকর্ড করিয়েছেন জিনিয়া সেন। গণমাধ্যমকে তিনি বলেন, ‘হুমকি আর কটাক্ষের মধ্যে পার্থক্য আছে। কিন্তু যখন তা মনের ওপর চাপ সৃষ্টি করে, তখন তা আর মেনে নেওয়ার মতো নয়।’
উল্লেখ্য, ‘বহুরূপী’ ছিল ২০২৪ সালের অন্যতম ব্যবসাসফল সিনেমা। এমনকি দেব নিজেও ‘খাদান’-এর মুক্তির পর বলেছিলেন, ‘বহুরূপী’ এর সাফল্য দর্শক ধরে রাখতে সাহায্য করেছে। তা সত্ত্বেও শিবপ্রসাদকে নিয়ে অপপ্রচার চালানো শুরু হয়।
তারা এ ঘটনার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। সামাজিক মাধ্যমে অপপ্রচার ও সাইবার অপরাধের বিরুদ্ধে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোরও আহ্বান জানিয়েছেন জিনিয়া।