শিরোনাম

পেট্রোল পাম্প বন্ধ করায় ভোগান্তিতে চালকরা

পেট্রোল পাম্প বন্ধ করায় ভোগান্তিতে চালকরা

রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন (বাপেওএ)। হঠাৎ ডাকা এ ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা।

বুধবার সকাল ৮টা থেকে নওগাঁসহ রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার পেট্রোল পাম্পগুলোতে এ ধর্মঘট শুরু হয়। বাপেওএ-র রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

নওগাঁ শহরের মুক্তির মোড়ে সাকিব ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, পাম্পের সামনে দড়ি টানিয়ে প্রবেশ বন্ধ করা হয়েছে। তেল নিতে এসে ফিরে যেতে দেখা গেছে মোটরসাইকেল, ট্রাক, পিকআপসহ বিভিন্ন গাড়ির চালকদের। একই চিত্র শহরের মজুমদার ফিলিং স্টেশন, রফিক ফিলিং স্টেশন ও পার-নওগাঁ ফিলিং স্টেশনেও দেখা গেছে।

পিকআপ চালক সাইফুল আলম বলেন, ‘ঢাকায় মাল নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তেল না পেয়ে সমস্যায় পড়েছি। আগে থেকে জানলে তেল নিয়ে রাখতাম।’

কয়েকজন বাস চালক জানান, ভোরে যারা তেল নিয়েছেন, তারা সমস্যায় পড়েননি। কিন্তু ৮টার পর থেকে পাম্প বন্ধ থাকায় চালকদের দুর্ভোগ বেড়েছে।

ধর্মঘটের কারণ সম্পর্কে বাপেওএ-র নেতা আব্দুল জলিল জানান, নওগাঁ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কোনো পূর্বঘোষণা ছাড়া সান্তাহার রেলস্টেশন এলাকায় দুটি পাম্প উচ্ছেদ করেছে। যদিও আদালতের স্থগিতাদেশ ছিল, তা উপেক্ষা করেই অভিযান চালানো হয়েছে। এর প্রতিবাদে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

এ বিষয়ে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, ‘অভিযানটি বগুড়া সওজ বিভাগ পরিচালনা করেছে। ইতোমধ্যে পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে আলোচনা হয়েছে, আরও আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা হবে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button