শিরোনাম
উচ্চকক্ষে পিআর, গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচনজুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির দাবি এনসিপিরসরকার জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গড়িমসি করলে বুঝতে হবে ‘কুচ কালা হ্যায়’: তাহেরসারা দেশে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ২৮৮বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে রায় জালিয়াতির মামলায় আরও দুটি ধারা সংযোজনএ যেন কল্পকাহিনী—৩০ বছর ধরে হিমায়িত ভ্রূণ থেকে জন্ম নিল মার্কিন শিশুজুলাই সনদকে গেজেট নোটিফিকেশন করার নতুন প্রস্তাব বিএনপিরজাতীয় সনদের দ্বিতীয় ধাপের আলোচনা শেষে ১৯ বিষয়ে ঐকমত্য: আলী রীয়াজবরিশালে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাইসরায়েলি অবরোধে গাজার ২৭ বছরের যুবকের মৃত্যু, অনাহারে ওজন নেমেছিল ১৫ কেজিতে

জাংকুককে দেখতে গিয়ে গ্রেপ্তার চীনা তরুণী

জাংকুককে দেখতে গিয়ে গ্রেপ্তার চীনা তরুণী

১৮ মাসের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষ করে ১১ জুন ফিরেছেন বিটিএস তারকা জাংকুক ও জিমিন। এর এক দিন আগেই মিলিটারি সার্ভিস থেকে ফেরেন বিটিএসের আরও দুই সদস্য আরএম এবং ভি। প্রশিক্ষণ শেষ করেই ১১ জুন দক্ষিণ কোরিয়ার ইয়োনছন পাবলিক স্টেডিয়ামে ভক্তদের সঙ্গে দেখা করতে আসেন জাংকুক ও জিমিন। সেখানে শত শত ভক্ত মুহুর্মুহু করতালি দিয়ে শুভেচ্ছা জানান তাঁদের। এই আনন্দঘন পরিবেশে খানিকটা অস্বস্তিকর খবর, জাংকুকের বাড়িতে ঢুকতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন ৩০ বছর বয়সী এক চীনা তরুণী।

জাংকুক ফিরে আসার কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘটনা ঘটে। ওই নারী জাংকুকের বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন। তাঁর বাড়ির সদর দরজায় থাকা সিকিউরিটি লকে একাধিকবার পিন দেওয়ার চেষ্টা করেন। তবে ব্যর্থ হন। সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশের কাছে ওই নারী নিজেকে জাংকুকের ভক্ত দাবি করে বলেন, ‘জাংকুককে দেখার জন্যই আমি তাঁর বাড়িতে ঢুকতে চেয়েছিলাম।’

সামরিক প্রশিক্ষণ শেষে ইয়োনছন স্টেডিয়ামে সেনাবাহিনীর পোশাক পরেই ভক্তদের সঙ্গে দেখা করতে আসেন জাংকুক ও জিমিন। ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় তাঁদের। অনেক দিন পর প্রিয় তারকাদের দেখে ভক্তরা ছিলেন উচ্ছ্বসিত। সংক্ষিপ্ত বক্তব্যে জিমিন বলেন, ‘করোনার সময় থেকে শুরু করে সামরিক প্রশিক্ষণ—অনেকটা সময় পেরিয়ে গেছে আমরা ভক্তদের কাছ থেকে দূরে আছি। আমাদের মনে রাখার জন্য সবাইকে ধন্যবাদ। যে অবস্থায় আমরা বিটিএসকে রেখে গিয়েছিলাম, আশা করছি, শিগগির আবার সেখান থেকে শুরু করতে পারব। আমরা আরও ভালো ভালো গান তৈরি করব ভক্তদের জন্য। সামরিক বাহিনীতে এটাই আমার প্রথম অভিজ্ঞতা, এই প্রশিক্ষণ সহজ ছিল না।’

লাজুক হেসে জাংকুক বলেন, ‘অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। আজ আবার মেকআপও করিনি। তাই কিছুটা অস্বস্তি লাগছে। আমার সহযোদ্ধা ও সিনিয়র, যাঁরা এ প্রশিক্ষণ আগেই শেখ করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। সেনাবাহিনীতে থাকার চমৎকার সব অভিজ্ঞতা আমরা কোনো এক সময় লাইভে শেয়ার করব ভক্তদের সঙ্গে।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button