শিরোনাম
বনশ্রীতে অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আসামি গ্রেপ্তারচার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তারবর্ষাকালে পেটের রোগ এড়াতে রান্নাঘর যেভাবে পরিষ্কার রাখবেনকোচ হতে চেয়েছিলেন জাভি, ‘না’ করে দিল ভারতশীর্ষ সন্ত্রাসী জোসেফের সহযোগী পিচ্চি শাহীনসহ গ্রেপ্তার ৪‘ওসি হয়েও আমার কমদামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসিফেনী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বেড়ে ২, একজনের লাশ ভারতেদুই জেলায় কর্মী নিচ্ছে ব্র্যাক ব্যাংক, আবেদন অনলাইনেএশিয়া কাপের দল কতটা গোছাল বাংলাদেশরাজশাহীতে যুবদল-ছাত্রদল নেতাসহ ৫৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

এবার ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

এবার ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

এবার ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। শুক্রবার ভোর থেকে একের পর এক ইসরায়েলি হামলার জবাবে এই হামলা চালিয়েছে ইরান।

বাংলাদেশ সময় শনিবার দিবাগত মধ্যরাতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে ইরানি বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে শক্ত ও সুনির্দিষ্ট জবাব দিয়েছে। এই হামলায় ডজনেরও বেশি লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং বিমানঘাঁটিগুলোকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলের তেল আবিবে একটি আধুনিক অ্যাপার্টমেন্ট ভবনে সরাসরি আঘাত হানার ভিডিও প্রকাশিত হয়েছে। সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, ভবনের কয়েকটি অ্যাপার্টমেন্টে এখনো আগুন জ্বলছে এবং ঘন ধোঁয়া বের হচ্ছে।

পাশের আরেকটি আবাসিক ভবনেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে—এর জানালা ভেঙে গেছে এবং বাইরের দিক থেকে বাঁকানো ধাতব অংশ ঝুলতে দেখা গেছে।

জরুরি পরিষেবার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং ভবনের আশপাশের রাস্তাগুলো সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির কেন্দ্রীয় শহর ইশফাহানে একটি বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইশফাহান প্রদেশে বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা অবস্থিত। তবে ওই বিস্ফোরণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button