শিরোনাম
বরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডহিজলায় জামায়াত ইসলামীর হেয়ালি পনায় অনুপ্রবেশ করছে আওয়ামী লীগ ব্যার্থ হচ্ছে ছাত্র জনতার আত্মত্যাগশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

মিথ্যা বলার ক্ষতি

মিথ্যা বলার ক্ষতি

মিথ্যা বলা ইসলামে পাপ হিসেবে গণ্য হয় এবং এটি সব পাপের মূল হিসেবে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে মিথ্যাবাদীর ধ্বংস কামনা করা হয়েছে এবং মহান আল্লাহ বলেছেন, “যে বিষয়ে তোমার পরিপূর্ণ জ্ঞান নেই সে বিষয়ের পেছনে পড়ে থেকো না। নিশ্চয়ই কান, চোখ ও হৃদয়—এসবের ব্যাপারে (কিয়ামতের দিন) জিজ্ঞাসিত হবে।” (সূরা বনি ইসরাঈল, আয়াত : ৩৬)। এছাড়া, আল্লাহ আরও বলেন, “(অনুমানভিত্তিক) মিথ্যাচারীরা ধ্বংস হোক।” (সূরা জারিয়াত, আয়াত : ১০)

মিথ্যা কখনো কখনো একজন মিথ্যাবাদীকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয়। ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, “তোমরা সত্যকে আঁকড়ে ধরো। কারণ সত্য পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের পথ দেখায়। কোনো ব্যক্তি সর্বদা সত্য কথা বললে এবং সর্বদা সত্যের অনুসন্ধানী হলে সে শেষ পর্যন্ত আল্লাহর কাছে সত্যবাদী হিসেবে লিখিত হয়। আর তোমরা মিথ্যা থেকে সম্পূর্ণরূপে দূরে থাকো। কারণ মিথ্যা পাপাচারের রাস্তা দেখায় আর পাপাচার জাহান্নামের রাস্তা।” (মুসলিম, হাদিস : ২৬০৭)

কিছু রসিক ব্যক্তি মজা করার জন্য মিথ্যা কথা বলেন, যা কখনোই ভাল নয়। হিজাম (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) ইরশাদ করেন, “অকল্যাণ হোক ওই ব্যক্তির, যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে।” (তিরমিজি, হাদিস : ২৩১৫)

তবে ইসলামের দৃষ্টিতে তিনটি ক্ষেত্রে মিথ্যা বলার অনুমতি রয়েছে:
১. মানুষদের মধ্যে বিরোধ মীমাংসার জন্য।
২. শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধের সময় মিথ্যা কথা বলার।
৩. পুরুষ তার স্ত্রীর সঙ্গে বা নারী তার স্বামীর সঙ্গে কখনও কখনও কিছু কথাবার্তা বানিয়ে বলার। (আবু দাউদ, হাদিস : ৪৯২১)

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button