শিরোনাম
বরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডহিজলায় জামায়াত ইসলামীর হেয়ালি পনায় অনুপ্রবেশ করছে আওয়ামী লীগ ব্যার্থ হচ্ছে ছাত্র জনতার আত্মত্যাগশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

গাজার একমাত্র ক্যানসার হাসপাতাল ধ্বংস করলো ইসরায়েল

গাজার একমাত্র ক্যানসার হাসপাতাল ধ্বংস করলো ইসরায়েল

ক্রাইম জোন ২৪।। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একমাত্র ক্যানসার হাসপাতালটি বোমা হামলা চালিয়ে ধ্বংস করেছে দখলদার ইসরায়েল।

সংবাদমাধ্যম আলজাজিরার তথ্য অনুযায়ী, হাসপাতালটি গাজাকে দুই ভাগ করা কথিত ‘নেতজারিম করিডরের’ কাছে অবস্থিত ছিল। ইসরায়েলি সেনারা হাসপাতালটিকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছিল বলে জানা গেছে।

২০১৭ সালে ৩৪ মিলিয়ন ডলার ব্যয়ে হাসপাতালটি পুনর্গঠন করেছিল তুরস্ক। এটি ‘তার্কিস ফ্রেন্ডশিপ হাসপাতাল’ নামে পরিচিত ছিল এবং প্রতি বছর প্রায় ১০ হাজার ক্যানসার রোগীর চিকিৎসা দেওয়া হতো।

কিন্তু নেতজারিম করিডর সম্প্রসারণের ঘোষণা দেওয়ার পরপরই ইসরায়েল হাসপাতালটি ধ্বংস করে দেয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, হাসপাতালটি হামাসের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছিল এবং সেখানে হামাস সদস্যরা অবস্থান করছিল।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সেনাদের নির্দেশ দিয়েছেন, গাজার আরও অঞ্চল দখল করা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস যদি সব জিম্মিকে মুক্তি না দেয়, তাহলে গাজার আরও অংশে স্থায়ীভাবে ইসরায়েলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে।

উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকেই ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ইসরায়েল। পশ্চিমতীর ও গাজা এখন তাদের দখলের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button