স্কুলে মোবাইল ফোন-আইপ্যাড নিষিদ্ধ করল আমিরাত


ক্রাইম জোন ২৪।। স্কুলে মোবাইল ফোন ও আইপ্যাড নিষিদ্ধ করল আমিরাত, জারি হলো কঠোর নির্দেশনা
সংযুক্ত আরব আমিরাতের শিক্ষা মন্ত্রণালয় স্কুলে শৃঙ্খলা ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে শিক্ষার্থী, শিক্ষক, টেকনিক্যাল টিম কিংবা কর্মচারীরা কেউই ক্লাস চলাকালে মোবাইল ফোন, আইপ্যাড বা অন্যান্য অননুমোদিত ইলেকট্রিক গ্যাজেট ব্যবহার করতে পারবে না। এই সিদ্ধান্তটি ইতোমধ্যে দেশটির সকল সরকারি ও বেসরকারি স্কুলে কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে।
তবে শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ চার্জ করা ল্যাপটপ আনার অনুমতি থাকবে। নির্দেশনায় আরও বলা হয়, শিক্ষার্থীদের প্রতিদিন প্রয়োজনীয় বই, খাতা ও অন্যান্য শিক্ষাসামগ্রী সঙ্গে আনতে হবে, যেন ক্লাস কার্যক্রমে কোনো বিঘ্ন না ঘটে।
নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষকদের আরও বেশি সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, যদি কোনো শিক্ষার্থী যৌক্তিক কারণ ছাড়া অনুপস্থিত থাকে, তাহলে তা তার মূল্যায়ন রিপোর্টে নেতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে অভিভাবকদের ই-মেইল বা এসএমএসের মাধ্যমে নিয়মিত অবহিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের ইউনিফর্ম পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। একইভাবে শিক্ষক ও কর্মচারীদেরও ইউনিফর্ম মেনে চলতে বলা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, অশালীন বা অপ্রচলিত পোশাক বা স্টাইল এড়িয়ে চলতে হবে।
স্কুলের সময়সূচিতেও আনা হয়েছে পরিবর্তন। এখন থেকে সপ্তাহে সোমবার থেকে বৃহস্পতিবার ক্লাস শুরু হবে সকাল ৭টায় এবং শেষ হবে দুপুর ২টা ১০ মিনিটে। শুক্রবার স্কুল চলবে সকাল ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত। রবিবার থাকবে সাপ্তাহিক ছুটি।
স্কুলে যাতায়াতের জন্য শিক্ষার্থীরা কেবল একটি পরিবহন সেবা ব্যবহার করতে পারবে— হয় ব্যক্তিগত গাড়ি, নয়তো স্কুলবাস। একসঙ্গে দু’টি পরিবহন সেবা ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না।
এই নির্দেশনাগুলো দেশটির শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা, নিরাপত্তা ও পাঠদানের পরিবেশকে উন্নত করার লক্ষ্যে জারি করা হয়েছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের শিক্ষা মন্ত্রণালয়।