গাজা এখন ‘পৃথিবীর দোযখ’: রেডক্রস


ক্রাইম জোন ২৪।। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেডক্রস জানিয়েছে, ইসরায়েলি অবরোধ ও ভয়াবহ মানবিক সংকটে জর্জরিত গাজা উপত্যকা এখন ‘পৃথিবীর দোযখে’ পরিণত হয়েছে। সংস্থাটির প্রেসিডেন্ট মিরজানা স্পোলজারিক শুক্রবার (১১ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আমরা এখন এমন এক পরিস্থিতির মধ্যে রয়েছি যাকে বলা যায় পৃথিবীর দোযখ। মানুষ পান না বিদ্যুৎ, পানি কিংবা পর্যাপ্ত খাবার। অসহ্য কষ্টে দিন কাটাচ্ছে লাখ লাখ ফিলিস্তিনি।”
রেডক্রস জানিয়েছে, তাদের স্থাপন করা অস্থায়ী হাসপাতালগুলোতে যেসব সামগ্রী রয়েছে, তা দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ফলে আগামী দুই সপ্তাহের মধ্যে হাসপাতালগুলো বন্ধ করে দিতে হতে পারে। গত ছয় সপ্তাহে গাজায় কোনো রসদ ঢোকেনি বলেও জানান সংস্থার প্রেসিডেন্ট।
এর আগে ২ মার্চ ইসরায়েল গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে। সেই সময় হামাসের সঙ্গে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা থাকলেও ইসরায়েল চুক্তি লঙ্ঘন করে। এরপর ১৮ মার্চ রাতে গাজায় তীব্র বিমান হামলা চালিয়ে এক রাতে চার শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করে।
অন্যদিকে, ইসরায়েল দাবি করছে, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যুদ্ধবিরতির সময় গাজায় ২৫ হাজার ট্রাক ঢুকেছে এবং এসব ত্রাণ ব্যবহার করে হামাস পুনর্গঠিত হয়েছে। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে, বাস্তবতা সম্পূর্ণ উল্টো—সাধারণ মানুষ কোনো খাদ্য, চিকিৎসা কিংবা আশ্রয়ের ব্যবস্থাও পাচ্ছে না।
গাজায় বর্তমানে হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে, ক্ষুধা আর আতঙ্কে দিন কাটাচ্ছে। আন্তর্জাতিক মহলের সহানুভূতি থাকলেও বাস্তব পদক্ষেপের ঘাটতি চরম মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে।