ক্রাইম জোন ২৪।। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একমাত্র ক্যানসার হাসপাতালটি বোমা হামলা চালিয়ে ধ্বংস করেছে দখলদার ইসরায়েল।
সংবাদমাধ্যম আলজাজিরার তথ্য অনুযায়ী, হাসপাতালটি গাজাকে দুই ভাগ করা কথিত ‘নেতজারিম করিডরের’ কাছে অবস্থিত ছিল। ইসরায়েলি সেনারা হাসপাতালটিকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছিল বলে জানা গেছে।
২০১৭ সালে ৩৪ মিলিয়ন ডলার ব্যয়ে হাসপাতালটি পুনর্গঠন করেছিল তুরস্ক। এটি ‘তার্কিস ফ্রেন্ডশিপ হাসপাতাল’ নামে পরিচিত ছিল এবং প্রতি বছর প্রায় ১০ হাজার ক্যানসার রোগীর চিকিৎসা দেওয়া হতো।
কিন্তু নেতজারিম করিডর সম্প্রসারণের ঘোষণা দেওয়ার পরপরই ইসরায়েল হাসপাতালটি ধ্বংস করে দেয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, হাসপাতালটি হামাসের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছিল এবং সেখানে হামাস সদস্যরা অবস্থান করছিল।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সেনাদের নির্দেশ দিয়েছেন, গাজার আরও অঞ্চল দখল করা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস যদি সব জিম্মিকে মুক্তি না দেয়, তাহলে গাজার আরও অংশে স্থায়ীভাবে ইসরায়েলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে।
উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকেই ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ইসরায়েল। পশ্চিমতীর ও গাজা এখন তাদের দখলের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]