শিরোনাম
বরিশালে জাল নোটসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ ২৫ হাজার টাকা মূল্যমানের নকল মুদ্রাবরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন খাল থেকে উপপরিচালকের লাশ উদ্ধারছাত্রলীগ নেতাকে জিম্মি করে চাঁদা দাবি, ধরা খেলেন ছাত্রদল পরিচয়ধারী ৩ জনবরিশাল-কুয়াকাটা মহাসড়কে ইউনিক পরিবহনের বাস পুকুরে, ছয় লেন সড়কের দাবিতে উত্তাল জনমতবরিশালে নকল প্রসাধনী বিক্রির সময় গ্রেফতার ৩, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ডবরিশালে বিয়ের প্রলোভনে ধর্ষণ: মামলা তুলতে চাপ, ইউপি সদস্যের বিরুদ্ধে ধামাচাপার অভিযোগআন্তঃকলেজ ক্রিকেটে দেশসেরা চ্যাম্পিয়ন বিএম কলেজ বরিশালমীরগঞ্জ ফেরিঘাটে ১৩০০ সরকারি বইসহ আটক ১পাকস্থলীর ক্যান্সারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর মৃত্যু“গণঅভ্যুত্থানের শক্তিগুলোকে বিভাজিত দেখতে চাই না” — বরিশালে এ বি পার্টির ফুয়াদ

পরিচয় গোপন করে তরুণীকে বিয়ের প্রলোভন, অপহরণের পর ধর্ষণ

পরিচয় গোপন করে তরুণীকে বিয়ের প্রলোভন, অপহরণের পর ধর্ষণ

বরগুনায় এক হিন্দু যুবক নিজের নাম ও ধর্ম গোপন করে মুসলিম তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। পরে ওই তরুণীকে শাখা-সিঁদুর পরিয়ে দেওয়ার ঘটনাও জানা গেছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিনজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন ভুক্তভোগী তরুণী। মামলাটি গ্রহণ করে জেলা ও দায়রা জজ বেগম লাইলাতুল ফেরদৌস আমতলী থানার ওসিকে এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

বরগুনার আমতলী উপজেলার কড়ইতলা হাড়িপাড়া গ্রামের উত্তম পাইকের ছেলে দিপু পাইক (২৩)তার বন্ধু গৌতম পাইক বিমল হাওলাদার

ভুক্তভোগী তরুণীর সঙ্গে মুঠোফোনে পরিচয় হয় দিপু পাইকের। দিপু নিজেকে মুসলিম পরিচয় দিয়ে তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ের প্রস্তাব দিলেও, গোপনে বিয়ের চাপ দিলে তরুণী রাজি হননি।

১ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে আমতলীর কড়াইবুনিয়া গ্রামে তরুণীকে জোরপূর্বক অপহরণ করে দিপু ও তার দুই বন্ধু বরিশালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকার হেমায়েতপুরে নিয়ে গিয়ে ১ ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বারবার ধর্ষণ করা হয়।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, দিপু তাকে ভয়ভীতি দেখিয়ে, খুনের হুমকি দিয়ে জোরপূর্বক সিঁদুর-শাখা পরায় এবং ধর্ষণের ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে। পরে সুযোগ পেয়ে তিনি চাচাতো বোনের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, এখনো আদালতের নির্দেশ পাননি। নির্দেশ পেলে গ্রেপ্তারের চেষ্টা করা হবে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button