বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন খাল থেকে উপপরিচালকের লাশ উদ্ধার


বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপপরিচালক নূর ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি খাল থেকে তাঁর লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।
নূর ইসলাম বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। পাশাপাশি খালপাড়ে জমি লিজ নিয়ে একটি কৃষি খামার পরিচালনা করতেন। স্থানীয়দের ধারণা, দুপুরের দিকে তিনি খামারে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে খালে পড়ে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নূর ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, বিকেলের দিকে খালে একটি মরদেহ ভাসতে দেখে তাঁরা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।