শিরোনাম
শ্রমিক অধিকার আন্দোলনে বরিশালে এনসিপি’র সংগঠকরা সক্রিয়আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমজীবী মানুষের পক্ষে এনামুল হাসান তাসনিমের স্পষ্ট বার্তাদক্ষিণাঞ্চলের সাংগঠনিক দায়িত্বে ডা. মাহমুদা মিতু, এনসিপির আঞ্চলিক টিম ঘোষণাবরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজো

শ্রমিক অধিকার আন্দোলনে বরিশালে এনসিপি’র সংগঠকরা সক্রিয়

শ্রমিক অধিকার আন্দোলনে বরিশালে এনসিপি’র সংগঠকরা সক্রিয়

মহান মে দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইং, বরিশালের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও পথসভার আয়োজন করা হয়। র‍্যালিটি বরিশাল শহরের জেলগেট থেকে শুরু হয়ে নতুন বাজার মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক উইং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. জাহিদুল ইসলাম ও শেখ মো. বায়জিদ হোসেন। এছাড়াও অংশ নেন এনসিপি বরিশাল জেলার সংগঠক মো. নাসির উদ্দিন, মো. আবদুল্লাহ, মো. এনামুল হক, নাদিম হাসান, শেখ সুমন, নারী নেত্রী ইরানি আক্তার, আসিফ আলি, মোহনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. আবু সাঈদ মুসা। তিনি বলেন, “মে দিবস মানেই শ্রমিকদের অধিকার আদায়ের প্রতীক। আজকের এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি জুলাই বিপ্লবের শহীদদের, যাঁরা বৈষম্যহীন সমাজ গঠনে জীবন উৎসর্গ করেছিলেন।”

তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নির্ধারিত সময়ের মধ্যে মজুরি পরিশোধ এবং বিনামূল্যে শ্রমিকদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়াও তিনি শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ, নিরাপদ কর্মপরিবেশ, স্বাস্থ্যসেবা, এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button