বরিশালে জাল নোটসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ ২৫ হাজার টাকা মূল্যমানের নকল মুদ্রা


বরিশালের সদর উপজেলার কর্ণকাঠি গ্রামে অভিযান চালিয়ে ২ লাখ ২৫ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৮। বুধবার (৮ মে) গভীর রাতে এই অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার সকালে র্যাব-৮-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মেজর অমিত হাসান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন বরিশাল সদর উপজেলার চরকাউয়া গ্রামের বাসিন্দা মিজান হাওলাদার (১৯) এবং ঝালকাঠির রাজাপুর উপজেলার লেবুবুনিয়া গ্রামের নাঈম হোসেন (২৫)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বরিশাল বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
র্যাব জানায়, কর্ণকাঠি গ্রামের বড় মোল্লাবাড়ি সড়কে বেশ কয়েকজন ব্যক্তি জাল নোট কেনাবেচার উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন। খবর পেয়ে র্যাব সেখানে অভিযান চালায় এবং মিজান ও নাঈমকে আটক করে। মিজানের ব্যাগ তল্লাশি করে প্রথমে এক লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে মিজানের দেওয়া তথ্যের ভিত্তিতে তার চরকাউয়া গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে আরও ১ লাখ ২৫ হাজার ৩১৫ টাকা মূল্যমানের জাল নোট জব্দ করা হয়।
এছাড়াও, জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি প্রিন্টার, একটি ল্যাপটপ এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে র্যাব।