শিরোনাম
বরিশালে নকল প্রসাধনী বিক্রির সময় গ্রেফতার ৩, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ডবরিশালে বিয়ের প্রলোভনে ধর্ষণ: মামলা তুলতে চাপ, ইউপি সদস্যের বিরুদ্ধে ধামাচাপার অভিযোগআন্তঃকলেজ ক্রিকেটে দেশসেরা চ্যাম্পিয়ন বিএম কলেজ বরিশালমীরগঞ্জ ফেরিঘাটে ১৩০০ সরকারি বইসহ আটক ১পাকস্থলীর ক্যান্সারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর মৃত্যু“গণঅভ্যুত্থানের শক্তিগুলোকে বিভাজিত দেখতে চাই না” — বরিশালে এ বি পার্টির ফুয়াদশ্রমিক অধিকার আন্দোলনে বরিশালে এনসিপি’র সংগঠকরা সক্রিয়আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমজীবী মানুষের পক্ষে এনামুল হাসান তাসনিমের স্পষ্ট বার্তাদক্ষিণাঞ্চলের সাংগঠনিক দায়িত্বে ডা. মাহমুদা মিতু, এনসিপির আঞ্চলিক টিম ঘোষণাবরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা

আন্তঃকলেজ ক্রিকেটে দেশসেরা চ্যাম্পিয়ন বিএম কলেজ বরিশাল

আন্তঃকলেজ ক্রিকেটে দেশসেরা চ্যাম্পিয়ন বিএম কলেজ বরিশাল

ক্রাইম জোন ২৪।।
আন্তঃকলেজ ক্রিকেট প্রতিযোগিতায় দেশসেরা চ্যাম্পিয়ন হয়েছে বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ক্রিকেট দল। সারাদেশের বিভিন্ন কলেজকে হারিয়ে এই সাফল্য অর্জন করে বিএম কলেজ, যা বরিশালের শিক্ষাঙ্গন ও ক্রীড়াঙ্গনের জন্য এক গর্বের অধ্যায়।

বিএম কলেজ ছাত্রদলের সদস্য সচিব  তালুকদার সজল দলের এই জয়ে সরাসরি যুক্ত ছিলেন এবং দলের মনোবল ও সংগঠনের দিক থেকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।

আন্তঃকলেজ ক্রিকেটে দেশসেরা চ্যাম্পিয়ন বিএম কলেজ বরিশাল

বিজয়ের খবর ছড়িয়ে পড়লে কলেজ ক্যাম্পাসে আনন্দ-উল্লাসে মুখর পরিবেশ সৃষ্টি হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. তাজুল ইসলাম, শিক্ষক রাশেদ খান সাহিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ বিজয়ী ক্রিকেট দলকে অভিনন্দন জানান।

এই প্রতিযোগিতায় বিএম কলেজ ধারাবাহিকভাবে ভালো খেলে ফাইনালে উঠে প্রতিপক্ষ দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button