শিরোনাম
গণমাধ্যমকর্মীদের নীতিমালা প্রত্যাখ্যান করল আরএফইডি, সংশোধনের আহ্বানগাজীপুরে নৌকা ডুবে নিখোঁজ ৩ বন্ধুর লাশ উদ্ধারইরানি বিক্ষোভকারীর সঙ্গে বন্ধুত্বে বেঁচে ফেরেন মার্কিন, প্রতিদান দেন তিনিওকাবার পাশে ফিলিস্তিনি পতাকা তোলায় হজযাত্রী আটক, নিন্দার ঝড়লন্ডনে ট্রান্স অধিকার কর্মীদের বিক্ষোভে ‘অস্ত্র ধরার’ ডাকপানছড়িতে গুলিতে যুব ফোরাম নেতা নিহত, অভিযোগ জেএসএসের বিরুদ্ধেদুর্নীতির তদন্ত ঝুলে আছে, মেঘনা পেট্রোলিয়ামের এমডি অবসরের‍্যাব পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে সোনা-অর্থ লুটের অভিযোগএনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ থানায়পাবনায় প্রকাশ্য দিবালোকে নিজের বাড়িতে প্রবীণ অধ্যাপককে কোপাল দুর্বৃত্তরা

আন্তঃকলেজ ক্রিকেটে দেশসেরা চ্যাম্পিয়ন বিএম কলেজ বরিশাল

আন্তঃকলেজ ক্রিকেটে দেশসেরা চ্যাম্পিয়ন বিএম কলেজ বরিশাল

ক্রাইম জোন ২৪।।
আন্তঃকলেজ ক্রিকেট প্রতিযোগিতায় দেশসেরা চ্যাম্পিয়ন হয়েছে বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ক্রিকেট দল। সারাদেশের বিভিন্ন কলেজকে হারিয়ে এই সাফল্য অর্জন করে বিএম কলেজ, যা বরিশালের শিক্ষাঙ্গন ও ক্রীড়াঙ্গনের জন্য এক গর্বের অধ্যায়।

বিএম কলেজ ছাত্রদলের সদস্য সচিব  তালুকদার সজল দলের এই জয়ে সরাসরি যুক্ত ছিলেন এবং দলের মনোবল ও সংগঠনের দিক থেকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।

আন্তঃকলেজ ক্রিকেটে দেশসেরা চ্যাম্পিয়ন বিএম কলেজ বরিশাল

বিজয়ের খবর ছড়িয়ে পড়লে কলেজ ক্যাম্পাসে আনন্দ-উল্লাসে মুখর পরিবেশ সৃষ্টি হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. তাজুল ইসলাম, শিক্ষক রাশেদ খান সাহিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ বিজয়ী ক্রিকেট দলকে অভিনন্দন জানান।

এই প্রতিযোগিতায় বিএম কলেজ ধারাবাহিকভাবে ভালো খেলে ফাইনালে উঠে প্রতিপক্ষ দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button