শিরোনাম
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ইউনিক পরিবহনের বাস পুকুরে, ছয় লেন সড়কের দাবিতে উত্তাল জনমতবরিশালে নকল প্রসাধনী বিক্রির সময় গ্রেফতার ৩, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ডবরিশালে বিয়ের প্রলোভনে ধর্ষণ: মামলা তুলতে চাপ, ইউপি সদস্যের বিরুদ্ধে ধামাচাপার অভিযোগআন্তঃকলেজ ক্রিকেটে দেশসেরা চ্যাম্পিয়ন বিএম কলেজ বরিশালমীরগঞ্জ ফেরিঘাটে ১৩০০ সরকারি বইসহ আটক ১পাকস্থলীর ক্যান্সারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর মৃত্যু“গণঅভ্যুত্থানের শক্তিগুলোকে বিভাজিত দেখতে চাই না” — বরিশালে এ বি পার্টির ফুয়াদশ্রমিক অধিকার আন্দোলনে বরিশালে এনসিপি’র সংগঠকরা সক্রিয়আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমজীবী মানুষের পক্ষে এনামুল হাসান তাসনিমের স্পষ্ট বার্তাদক্ষিণাঞ্চলের সাংগঠনিক দায়িত্বে ডা. মাহমুদা মিতু, এনসিপির আঞ্চলিক টিম ঘোষণা

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ইউনিক পরিবহনের বাস পুকুরে, ছয় লেন সড়কের দাবিতে উত্তাল জনমত

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ইউনিক পরিবহনের বাস পুকুরে, ছয় লেন সড়কের দাবিতে উত্তাল জনমত

ক্রাইম জোন ২৪।। বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ইউনিক পরিবহনের বাস পুকুরে, ছয় লেন সড়কের দাবি জোরালো

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে আজ সকালে ঘটে গেল একটি মর্মান্তিক দুর্ঘটনা। আমতলী ও সাহেববাড়ি এলাকার মাঝামাঝি স্থানে ইউনিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে যায় পাশের পুকুরে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি বরিশাল থেকে কুয়াকাটার দিকে যাচ্ছিল। হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি রেলিংবিহীন সড়ক থেকে সোজা পুকুরে পড়ে যায়। যাত্রীদের অনেকেই জানালার কাচ ভেঙে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসেন। প্রাথমিকভাবে জানা গেছে, বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন, তবে গুরুতর আহত বা নিহতের কোনো খবর এখনো নিশ্চিত করা যায়নি।

এই দুর্ঘটনার ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, ইউনিক পরিবহনের একটি বাস প্রায় অর্ধেক পানিতে ডুবে আছে এবং আশপাশে মানুষজন ভিড় করছেন।

এ ঘটনায় আবারও সামনে এসেছে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নাজুক অবস্থা ও নিরাপত্তা সংকট। এলাকাবাসী জানান, এ সড়কটি দীর্ঘদিন ধরেই সরু ও ভাঙাচোরা, কোথাও কোথাও রেলিং নেই—ফলে এমন দুর্ঘটনা ঘনঘন ঘটছে। স্থানীয়রা বারবার ছয় লেনের সড়কের দাবি জানালেও বাস্তবায়নের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্প অনেক আগেই গ্রহণ করা হলেও, এখনো পর্যন্ত তার বাস্তব রূপ পরিলক্ষিত হয়নি। বরিশাল ও মাদারীপুর অঞ্চলে সীমিত ভূমি অধিগ্রহণ হয়েছে মাত্র।

অঞ্চলটির নাগরিক ও যাত্রী সাধারণ এ ঘটনার পর সরকারের কাছে আবারও দ্রুত ছয় লেনের সড়ক নির্মাণ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button