শিরোনাম
দক্ষিণাঞ্চলের সাংগঠনিক দায়িত্বে ডা. মাহমুদা মিতু, এনসিপির আঞ্চলিক টিম ঘোষণাবরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

বাংলাদেশকে ভয় পেয়ে সীমান্তে ভাসমান চৌকি বসালো ভারত

বাংলাদেশকে ভয় পেয়ে সীমান্তে ভাসমান চৌকি বসালো ভারত

বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা জোরদার করতে ভাসমান চৌকি বসিয়েছে ভারত। গঙ্গা, ব্রহ্মপুত্র, সুন্দরবনসহ সীমান্তের নদীগুলোতে নতুন ভাসমান চৌকির মাধ্যমে টহল ব্যবস্থা চালু করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (৪ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টার মন্তব্যকে কেন্দ্র করে নয়াদিল্লি সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত ডিসেম্বর মাসে বাংলাদেশ সরকারের কাছে এই বিষয়ে কড়া প্রতিবাদ জানান। দ্য টেলিগ্রাফ আরও জানায়, বিএসএফ সীমান্তবর্তী এলাকায় ২৪ ঘণ্টা নজরদারি চালিয়ে যাচ্ছে এবং নতুন ভাসমান ফাঁড়িগুলো তাদের কার্যক্রম আরও শক্তিশালী করবে।

এদিকে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি। বিশেষত সংখ্যালঘুদের ওপর কথিত নিপীড়নের অভিযোগ এবং শেখ হাসিনার ভারতে আশ্রয় গ্রহণের বিষয়ে দুই দেশের সম্পর্কে টানাপড়েন তৈরি হয়েছে।

বিএসএফের এক সূত্র জানায়, পানিপথ বরাবরই সীমান্ত নিরাপত্তায় ঝুঁকিপূর্ণ। ভাসমান ফাঁড়ি সময়ের দাবি মেটাতে সহায়ক হবে।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, ভারত বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং তা রোধে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button