শিরোনাম
বরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডহিজলায় জামায়াত ইসলামীর হেয়ালি পনায় অনুপ্রবেশ করছে আওয়ামী লীগ ব্যার্থ হচ্ছে ছাত্র জনতার আত্মত্যাগশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

শিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্প

শিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্প

ক্রাইম জোন ২৪।। শিশুদের চোখে নববর্ষ মানে নতুন জামা, রঙিন মুখ আর আনন্দময় শোভাযাত্রা। বাংলা ১৪৩২ সালকে স্বাগত জানাতে রাজধানীসহ সারাদেশে যেমন উৎসবের আমেজ, তেমনি ছিল শিশু-কিশোরদের উচ্ছ্বাসও।

সোমবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের ঐতিহ্যবাহী শোভাযাত্রা শুরুর আগেই জড়ো হয়েছিল নানা বয়সের মানুষ। তবে সবচেয়ে নজর কাড়ে শিশুদের সরব উপস্থিতি—যাদের কেউ এসেছে বাবা-মায়ের হাত ধরে, কেউবা বন্ধুদের সঙ্গে।

মালিবাগ সাউথ পয়েন্ট স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী সারা জীবনে প্রথমবার অংশ নিয়েছে এই আনন্দ শোভাযাত্রায়। সারা জানায়, “আমি যখন ছোট ছিলাম, আম্মুর কোলে করে এসেছি। এইবার নিজে এসেছি, নতুন জামা, রং—সব কিছুই নতুন লাগছে।”

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাইয়ান শাহরিয়ার বলে, “বইতে পড়েছি, বাংলা নববর্ষ আমাদের নিজস্ব সংস্কৃতি। তাই আজ র‍্যালিতে এসেছি নতুন বছরকে স্বাগত জানাতে।”

রাইয়াজ ও রাফাজ দুই ভাই এসেছেন বাবা-মায়ের সঙ্গে। শোভাযাত্রার হুল্লোড় আর মেলা দেখে বেশ খুশি তারা। রাফাজ বলল, “আমরা দুই ভাই দুইটা বাঁশি কিনেছি। বাবা পাখাও কিনে দিয়েছে। খুব ভালো লাগছে।”

তবে ভাইয়ের খুশির বিপরীতে রাইয়াজ কিছুটা অভিমানী গলায় জানায়, “আমি ঘোড়ার গাড়িতে উঠতে পারছি না, বড় বাঘটা দেখতে দিচ্ছে না।”

বাঙালির নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে শিশুদের এই সরব অংশগ্রহণ নিঃসন্দেহে নববর্ষের আনন্দে নতুন মাত্রা যোগ করেছে। শোভাযাত্রায় শুধু বড়রা নয়, শিশুরাও দেখিয়ে দিল—সংস্কৃতি ভালোবাসা জন্ম নেয় ছোটবেলা থেকেই।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button