পতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজো


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকে বলছেন, “মোজো কখনোই কোকাকোলার স্বাদে টেক্কা দিতে পারেনি। আগে তো কেউ কিনতেই চাইত না, আর এখন একসময় ৬০ টাকায় বিক্রি হওয়া বোতলটাই ১১০ টাকায় কিনতে হয়!”
অনেকেই অভিযোগ করছেন, “বিদেশি পণ্যের বিরুদ্ধে চলমান বয়কট আন্দোলনে দেশি ব্র্যান্ড হিসেবে মোজোকে সমর্থন করা হয়েছিল। কিন্তু সেই সুযোগের অপব্যবহার করে কোম্পানি এখন মুনাফার লোভে অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে দিয়েছে।”
একজন ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “একটা পতাকা এঁটে দিয়ে ইমোশনাল মার্কেটিং! অথচ দেশি বলেই কি এর মানে দাম দ্বিগুণ হবে? দাম না কমালে মোজোকেও বয়কট করা উচিত।” অনেকে এই পরিস্থিতিতে পানির সঙ্গে ওরস্যালাইন মিশিয়ে পান করার পরামর্শও দিচ্ছেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের পণ্যের প্রতি মানুষের সমর্থনকে পুঁজি করে যদি কোনো ব্র্যান্ড মূল্যবৃদ্ধির ফাঁদে ফেলে, তবে সেটি দীর্ঘমেয়াদে আস্থার সংকট তৈরি করতে পারে। বর্তমানে মোজো-র মূল উৎপাদনকারী প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
বয়কট ডাক সামাজিক মাধ্যমেই সীমাবদ্ধ থাকে নাকি তা বিক্রয়ে প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।
Sources: ফেসবুক পোস্টসমূহ, জনমত