এর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকে


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দখল কিংবা চাঁদাবাজির বিরুদ্ধে দলীয় সকল নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেয়ার পরেও বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন জাগগায় দখল ও চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে একটি চক্র। এসব কর্মকাণ্ডের কারনে বার বার বিতর্কিত হচ্ছে বিএনপি। এবার বরিশালের বাকেরগঞ্জে বিএনপির কয়েকজন নামধারী নেতার বিরুদ্ধে এক পুলিশ কর্মকর্তার পরিবারের কাছে চাঁদা দাবীর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বরিশাল বিজ্ঞ অতিরিক্ত চীফ জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে একটি মামলা দায়ের করেছেন মনিরুল ইসলাম মন্টু নামে ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী তানিয়া বেগম।
মামলায় নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জলিল বেপারী, যুবলীগ নেতা জালাল মৃধা, মাসুম সিকদার, জুয়েল সহ ৭ জনের নাম উল্লেখ করে ও ১০/১৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাকেরগঞ্জের নেয়ামতি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব মহেশপুর বাংলা বাজারে ক্রয় সূত্রে ৩ শতাংশ জমিতে দোকান ঘর নির্মাণ করে দীর্ঘদিন যাবত ভাড়া দিয়ে আসছে পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম মন্টুর স্ত্রী তানিয়া বেগম ও জামাল গাজী।
মনিরুল ইসলাম টুরিষ্ট পুলিশ রাঙ্গামাটিতে কর্মরত থাকায় তার স্ত্রী সন্তানদের নিয়ে একা অবস্থান করেন। আসামীরা তানিয়া বেগমের কাছে বাজারের ওই জমির জন্য অনৈতিকভাবে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসিতেছে। বাদী আসামীদের চাঁদা প্রদানে অস্বীকার করিলে আসামীরা বাদীর উপর ক্ষিপ্ত হইয়া উঠে। গত ১৯ মার্চ রাতে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জলিল বেপারী, যুবলীগ নেতা জালাল মৃধা, মাসুম সিকদার, জুয়েল সহ অন্যান্য আসামীরা তানিক বেগম ও তার ছেলে তানভীরের উপর হামলা চালায়। এমনকি দোকানও ভাংচুর করে।
স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে জানিয়েছেন, যুবলীগ নেতা জালাল মৃধা আওয়ামী লীগ সরকারের আমলে ওই এলাকায় চাঁদাবাজীসহ নানা অপকর্ম করে এসেছেন বর্তমানে জলিল বেপারীর ছত্রছায়ায় থেকে আওয়ামী লীগ ও বিএনপি নেতারা এক হয়ে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড করছেন বলেও অভিযোগ করেন তারা।
এ ঘটনায় প্রশাসন ও বিএনপি হাই কমান্ডের কাছে উপযুক্ত বিচারের দাবী জানিয়েছেন ভুক্তভোগী ওই পরিবার।