বরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা


ক্রাইম জোন ২৪।। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় কিস্তির চাপ সহ্য করতে না পেরে সুমন ফকির (৩০) নামে এক ঋণগ্রস্ত যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (২৬ এপ্রিল) গভীর রাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সুমন ফকির মধ্য ভাতশালা গ্রামের মৃত আবদুল রশিদ ফকিরের ছেলে। রোববার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সুমন ব্র্যাক থেকে আড়াই লাখ টাকা ঋণ নিয়েছিলেন। কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ায় ব্র্যাকের মাঠকর্মী খালেদা বেগম ও কয়েকজন কর্মী শনিবার বিকেলে সুমনের বাড়িতে যান। তাদের উপস্থিতি দেখে সুমন ঘরের দরজা বন্ধ করে দেন।
ঘরের বাইরে দাঁড়িয়ে খালেদা ও তার সহযোগীরা বারবার সুমনকে বেরিয়ে এসে ঋণের বিষয়ে কথা বলার জন্য চাপ প্রয়োগ করেন। তবে দরজা না খোলায় কিছুক্ষণ পর তারা ফিরে যান।
পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যায় সুমনকে ডাকাডাকি করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে জানালা দিয়ে তাকিয়ে দেখা যায়, তিনি ঘরের খুঁটির সঙ্গে গলায় ফাঁস দিয়েছেন। দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের চাচা মোতলেব ফকির অভিযোগ করে বলেন, “কিস্তির কর্মীরা সুমনের ওপর চাপ সৃষ্টি করেছিল। এ কারণেই সে আত্মহত্যা করেছে।”
অন্যদিকে, ব্র্যাকের মাঠকর্মী খালেদা বেগম বলেন, “আমরা যখন গিয়েছিলাম, তখন ঘরের দরজা তালাবদ্ধ ছিল। সুমনের সঙ্গে আমাদের দেখা হয়নি। কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়নি।”
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।