শিরোনাম
বরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডহিজলায় জামায়াত ইসলামীর হেয়ালি পনায় অনুপ্রবেশ করছে আওয়ামী লীগ ব্যার্থ হচ্ছে ছাত্র জনতার আত্মত্যাগশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

ইসরায়েলি কারাগারে অপুষ্টিতে কিশোর ফিলিস্তিনির মৃত্যু

ইসরায়েলি কারাগারে অপুষ্টিতে কিশোর ফিলিস্তিনির মৃত্যু

ক্রাইম জোন ২৪।। ইসরায়েলি কারাগারে বন্দি অবস্থায় প্রাণ হারাল ১৭ বছরের এক ফিলিস্তিনি কিশোর। খাবার না দেওয়া, চিকিৎসার ঘাটতি ও চরম পুষ্টিহীনতার কারণে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ওয়ালিদ আহমেদ নামের ওই কিশোরকে কোনো ধরনের অভিযোগ ছাড়াই ছয় মাস ধরে আটক রাখা হয়েছিল। গত মাসে ইসরায়েলের মেগিদ্দো কারাগারে হঠাৎ পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়। তবে ময়নাতদন্তে দেখা গেছে, শুধু পড়ে যাওয়াই নয়—চরম অপুষ্টি, অন্ত্রের প্রদাহ ও স্ক্যাবিসের মতো শারীরিক সমস্যাও মৃত্যুর পেছনে দায়ী ছিল।

ময়নাতদন্তে উপস্থিত ছিলেন চিকিৎসক ড্যানিয়েল সলোমন। তিনি বলেন, ওয়ালিদের শরীরে তীব্র পুষ্টিহীনতা ও উপসর্গের স্পষ্ট চিহ্ন ছিল। তার ওজন ছিল অস্বাভাবিক কম, পেশীগুলো প্রায় শুকিয়ে গিয়েছিল।

গত ডিসেম্বরে ওয়ালিদ অভিযোগ করেছিল, তাকে যথেষ্ট খাবার দেওয়া হচ্ছে না। তবে সেই অভিযোগ আমলে নেয়নি কারা কর্তৃপক্ষ।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি কারাগারে যেসব ফিলিস্তিনি বন্দির মৃত্যু হয়েছে, ওয়ালিদ ছিল তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী।

তার পরিবারের অভিযোগ, গত সেপ্টেম্বরের এক সকালে পশ্চিমতীরের বাড়িতে অভিযান চালিয়ে ওয়ালিদকে তুলে নেয় ইসরায়েলি সেনারা। অভিযোগ ছিল—সে নাকি সেনাদের লক্ষ্য করে পাথর ছুড়েছিল।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button