শিরোনাম
বরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডহিজলায় জামায়াত ইসলামীর হেয়ালি পনায় অনুপ্রবেশ করছে আওয়ামী লীগ ব্যার্থ হচ্ছে ছাত্র জনতার আত্মত্যাগশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

ঢাকায় অনলাইনে খাবারের নামে প্রতারণা

Bortomane - ঢাকাইয়া বাবুর্চি’ ফেসবুক পেজ নিয়ে তোলপাড়, শত শত গ্রাহক প্রতারিত

ঢাকায় অনলাইনে খাবারের নামে প্রতারণা

অনলাইনে খাবার সরবরাহের নামে প্রতারণার অভিযোগ উঠেছে ‘**Bortomane – ঢাকাইয়া বাবুর্চি**’ নামের একটি ফেসবুক পেজের বিরুদ্ধে। অভিযোগ, পেজটি বিভিন্ন ধরনের মজাদার খাবারের বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে—পরবর্তীতে আর খাবার সরবরাহ করছে না। এমনকি টাকা নেওয়ার পর গ্রাহকদের *ব্লক* করে দেওয়া হচ্ছে বলেও জানা গেছে।

 

বিশেষ সূত্রে জানা যায়, **সাহাদ আহমেদ ইমরান** নামের এক ব্যক্তি এই পেজের মূল পরিচালক। তিনি ‘Bortomane – ঢাকাইয়া বাবুর্চি’ পেজটি *বুস্ট* করে ঢাকার বিভিন্ন এলাকার মানুষকে টার্গেট করে প্রতারণা চালিয়ে যাচ্ছেন।

 

একাধিক ভুক্তভোগী অভিযোগ করেছেন, খাবারের অর্ডার দেওয়ার পর নির্ধারিত সময়ে খাবার না পৌঁছানোয় তারা পেজের ইনবক্সে যোগাযোগ করলে কোনও উত্তর না পেয়ে দেখতে পান যে তাদের *ব্লক* করে দেওয়া হয়েছে। এমনকি কিছু গ্রাহকের ভাষ্যমতে, প্রতারণার পর ইমরান নিজেই বাবুর্চির কাজ করতে আগ্রহী বলে জানিয়ে ধোঁকা দেওয়ার চেষ্টা করেন।

 

এই ঘটনায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী ও সচেতন নেটিজেনরা। তারা দাবি জানিয়েছেন, অনলাইন প্রতারণা রোধে যেন দ্রুত ‘Bortomane – ঢাকাইয়া বাবুর্চি’ পেজটি বন্ধ করা হয় এবং এই প্রতারকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

যারা ইতিমধ্যে প্রতারিত হয়েছেন, তারা প্রয়োজনে সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দাখিল করতে পারেন।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button