পয়লা বৈশাখের আগে চারুকলায় আগুন, পুড়ল ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি


ক্রাইম জোন ২৪।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পয়লা বৈশাখ উপলক্ষে নির্মিত প্রধান মোটিফ ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’ আগুনে পুড়ে গেছে। শনিবার ভোরে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম চঞ্চল ক্রাইম জোন ২৪-কে জানান, ফ্যাসিবাদের প্রতীক হিসেবে তৈরি করা মুখাকৃতির অবয়বটিই লক্ষ্য করে আগুন লাগানো হয়েছে। এর পাশাপাশি পায়রার অবয়বও পুড়ে গেছে। তার ভাষায়, “আগুনটা ইচ্ছে করেই লাগানো হয়েছে। কে বা কারা করেছে, তা এখনও জানা যায়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।”
তিনি জানান, ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে আগুন লাগানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফজরের নামাজের পর খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে কাঠামোটি পুরোপুরি পুড়ে যায়।
চারুকলার এক শিক্ষার্থী বলেন, “নির্মাণ কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। আজকের মধ্যেই কাজ শেষ হতো। এটা নিঃসন্দেহে ষড়যন্ত্র। কারা করেছে তা খুঁজে বের করতে হবে। কারণ, রাতে পুলিশের উপস্থিতিও ছিল এখানে।”
এ বছরের বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রার জন্য চারুকলায় বাঁশ ও বেতের তৈরি এই মোটিফটি নির্মাণ করা হয়। এর উচ্চতা ছিল প্রায় ২০ ফুট। এতে একটি মুখাবয়বের দুই পাশে শিংয়ের মতো অবয়ব ছিল, যা ফ্যাসিবাদ ও স্বৈরতান্ত্রিক শাসনের প্রতীক হিসেবে দেখানো হয়েছিল। সংশ্লিষ্টদের মতে, এটিই ছিল এবারের শোভাযাত্রার প্রধান প্রতীক।
চারুকলা অনুষদের পক্ষ থেকে বলা হয়েছে, পরবর্তী করণীয় ঠিক করতে তারা বৈঠকে বসবেন।