বরিশালে সাংবাদিকের দোকান দখলের চেষ্টা
অভিযুক্ত দুই যুবদল নেতা


ক্রাইম জোন ২৪।। বরিশালের উজিরপুরে এক সাংবাদিকের দোকান দখলের চেষ্টার অভিযোগ উঠেছে দুই যুবদল নেতার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, চাঁদা না পেয়ে তারা বিএনপির ব্যানার টাঙিয়ে দোকানটি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করেছেন।
দোকান মালিক মো. মাহফুজুর রহমান মাসুম জানান, উপজেলার শিকারপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়ের ব্যানার টাঙিয়ে দোকানটি দখলে নেওয়ার চেষ্টা করা হয়। তিনি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমানের সন্তান এবং উজিরপুর উপজেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।
এ ঘটনায় মাসুম গত ২৫ ফেব্রুয়ারি উজিরপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. জালিস মাহমুদ মৃধা ও রুহুল কুদ্দুস হাওলাদারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার কাছে লিখিত অভিযোগ করেন।
মাসুম জানান, তার বাবা ১৯৫০ সাল থেকে চান্দিনা ভিটার ৪ শতাংশ জমি ইজারা নিয়ে ব্যবসা শুরু করেন। ২০১৫ সালে বাবার মৃত্যুর পর তিনি ও তার দুই ভাই দোকানটি পরিচালনা করেন। তবে ২০১৮ সালে শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন দোকানটি দখলে নিয়ে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার শুরু করে।
তিনি আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি তার দোকান বুঝে নেন। এরপর দুই যুবদল নেতা তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন, যা পরবর্তীতে ১০ হাজার টাকায় রফাদফা হয়।
এরপর যুবদল নেতা জালিস মাহমুদ মৃধা দোকানটি ‘খাদ্য বান্ধব’ কর্মসূচির জন্য সাময়িকভাবে ভাড়া নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ব্যবহার করতে থাকেন। পরে মাসুম দোকানটি ফেরত চাইলে দোকানের তালা ঝুলিয়ে দেওয়া হয়। এরপর বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও উপজেলা আহ্বায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টুর ছবি সম্বলিত ব্যানার টাঙিয়ে স্থায়ী দখলের চেষ্টা করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত দুই যুবদল নেতা জালিস মাহমুদ মৃধা ও রুহুল কুদ্দুস হাওলাদার বলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের কিছু ব্যক্তি ওই ব্যানার টাঙিয়েছে, এতে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
উজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হুমায়ুন খান বলেন, “ওই দোকান ঘর সাংবাদিক মাসুমের। এটি আগে আওয়ামী লীগ দখলে রেখেছিল। এখন কিছু বিএনপি নেতা সেখানে ব্যানার দিয়েছে, যা দলীয় সিদ্ধান্ত নয়। উপজেলা আহ্বায়ক এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু দেশে ফেরার পর ব্যানার সরিয়ে দেওয়া হবে এবং মাসুম তার দোকান ফেরত পাবেন।”
জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন জানান, মাসুম তার কাছে অভিযোগ করেছেন এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা জানান, বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান মাসুম একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।