অভিনেত্রী সোহানা সাবা আটক
নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে


ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে অভিনেত্রী সোহানা সাবাকে। তাকে বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। অভিনেত্রী মেহের আফরোজ শাওনের পর সোহানা সাবাও আমাদের নজরদারিতে ছিলেন। কিছু সময় আগে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।”
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আটক করা হয় মেহের আফরোজ শাওনকে। তাকেও ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রসঙ্গত, অভিনেত্রী সোহানা সাবা আওয়ামী লীগপন্থী শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সক্রিয় সদস্য ছিলেন। এই গ্রুপের কয়েকজন সদস্যের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে।
এদিকে, দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের আটক ও জিজ্ঞাসাবাদের ঘটনা নিয়ে আলোচনা চলছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, কেউ যদি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।