আজহারির আহ্বান: ‘মার্চ ফর গাজা’য় খতিবদের মুসল্লিদের উদ্বুদ্ধ করার অনুরোধ


ক্রাইম জোন ২৪।। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাওয়া ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশগ্রহণে মুসল্লিদের উৎসাহিত করতে দেশের খতিবদের প্রতি অনুরোধ জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক আলোচক মিজানুর রহমান আজহারি।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “সম্মানিত খতিব সাহেবদের নিকট অনুরোধ— আজকের জুমার খুতবায় ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণ করতে মুসল্লিদের উদ্বুদ্ধ করুন।”
প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই গণজমায়েতে সব শ্রেণি-পেশার মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের ধারণা, এটি হবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ ও শান্তিপূর্ণ এক সংহতি কর্মসূচি।
এদিকে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য পাঁচ দফা নির্দেশিকা প্রকাশ করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি ফেসবুক পোস্টে লেখেন, “এই গণজমায়েতকে সফল করতে আমাদের সবারই দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন।”
তার দেওয়া নির্দেশনাগুলো হলো:
১. প্রত্যেক অংশগ্রহণকারী নিজেকে আয়োজক মনে করে স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে অংশ নেবে। ২. পথ ও সমাবেশস্থল পরিষ্কার রাখা এবং ব্যক্তিগত প্রস্তুতি (পানি, ছাতা, মাস্ক ইত্যাদি) রাখা উচিত। ৩. কোনো প্রকার উত্তেজনা পরিহার করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারীদের সহযোগিতা করা। ৪. শুধুমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহন করা হবে; রাজনৈতিক প্রতীক পরিহার করা হবে। ৫. যারা জানমালের ক্ষতিসাধনের মাধ্যমে প্রতিবাদকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের চিহ্নিত করে প্রতিরোধ করা হবে।
এ কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ বিশেষভাবে ঢাকার মুসল্লিরা অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদও গণজমায়েতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া সম্প্রতি গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে।
এই শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করবেন বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।