আজ ইসলামের প্রথম বিজয়ের স্মরণীয় দিন


সৈয়দ তাজুল ইসলাম নয়ন ।। আজ ১৭ রমজান, ঐতিহাসিক বদর দিবস। ৬২৪ খ্রিস্টাব্দে এই দিনে বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল ইসলামের প্রথম ও অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ—বদর যুদ্ধ। এটি মুসলমানদের জন্য এক তাৎপর্যপূর্ণ বিজয়, যা ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে।
মদিনা থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বদর প্রান্তরে সংঘটিত এই যুদ্ধে মুসলিম বাহিনী মাত্র ৩১৩ জন সৈন্য নিয়ে এক হাজার প্রশিক্ষিত কুরাইশ সৈন্যের মুখোমুখি হয়। মুসলিম বাহিনীর স্বল্পসংখ্যক সৈন্য ও সীমিত অস্ত্র থাকা সত্ত্বেও মহান আল্লাহর কুদরতে তারা বিজয় লাভ করে। এই যুদ্ধে নবী মুহাম্মাদ (সা.) স্বয়ং নেতৃত্ব দেন, এবং আল্লাহর বিশেষ সাহায্যে মুসলিম বাহিনী বিজয় অর্জন করে।
ইসলামের ইতিহাসে বদর যুদ্ধের গুরুত্ব অপরিসীম। এটি শুধুমাত্র সামরিক বিজয় ছিল না, বরং এটি মুসলমানদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং মদিনা রাষ্ট্রের ভিত্তি মজবুত করে। এ যুদ্ধে কুরাইশদের ৭০ জন নিহত এবং ৭০ জন বন্দি হয়, অন্যদিকে ১৪ জন সাহাবি শহীদ হন।
বদর যুদ্ধ ইসলামের সত্য-মিথ্যার পার্থক্য নির্ধারণের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে। মুসলিম উম্মাহ প্রতি বছর ১৭ রমজান এ দিনটি স্মরণ করে, যা ইতিহাসের অন্যতম তাৎপর্যপূর্ণ যুদ্ধের শিক্ষা বহন করে।