জুলাই অভ্যুত্থান হত্যা মামলার আসামিদের ধরতে তৎপর সরকার


অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামিদের মধ্যে যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। বিদেশে পলাতকদেরও ধরতে চেষ্টা চলছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে নৌ পুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১০৫ জন আসামির মধ্যে এখন পর্যন্ত ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতকদের ফিরিয়ে আনতে পার্শ্ববর্তী দেশের সঙ্গে আলোচনা চলছে।”
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, “আসামিদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট দেশের পুলিশের দায়িত্ব হবে তাদের গ্রেপ্তার করা।”
সাম্প্রতিক সময়ে থানা ও কারাগারে হামলার ঘটনা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সড়ক অবরোধের বিষয়ে তিনি বলেন, “কারণে-অকারণে রাস্তা বন্ধ করা হচ্ছে, যা সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করছে। গণমাধ্যমের সহযোগিতায় জনগণকে সচেতন করা দরকার।”
তিনি আরও বলেন, “নৌ পুলিশের নৌযান ও জনবলের ঘাটতি রয়েছে। এগুলো বাড়ানো গেলে তারা আরও কার্যকরভাবে কাজ করতে পারবে।”