গোপালগঞ্জে কবরস্থান থেকে ৩টি লাশ চুরি, এলাকায় চাঞ্চল্য


গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার একটি কবরস্থান থেকে তিনটি লাশ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার আমতলী ইউনিয়নের পশ্চিম চিত্রাপাড়া কবরস্থানে এ ঘটনা ঘটে।
বুধবার সকালে স্থানীয়দের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে কবরস্থানে দাফনকৃত ব্যক্তিদের স্বজন ও এলাকাবাসী সেখানে ছুটে যান। কবরস্থান পরিদর্শনে দেখা যায়, মোট ছয়টি কবর খোঁড়া হয়েছে, যার মধ্যে তিনটি কবর থেকে লাশ উধাও। চুরি হওয়া মরদেহগুলো চিত্রাপাড়া গ্রামের লিয়াকত আলী, চাঁদ মিয়া ও বায়জিদ হোসেনের বলে ধারণা করা হচ্ছে।
লিয়াকত আলীর মেয়ে সালমা খানম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার বাবা ৯ মাস আগে মারা যান। তাকে পশ্চিম চিত্রাপাড়া কবরস্থানে দাফন করা হয়েছিল। আজ সকালে জানতে পারলাম, বাবার কবর খোঁড়া হয়েছে, আর তার দেহ নেই। শুধু কাফনের কাপড়, চামড়া ও চুল-দাড়ি পড়ে আছে। হাড়গুলোও চোরেরা নিয়ে গেছে।”
চাঁদ মিয়ার ছেলে মহাসিন ইসলাম বলেন, “আমার বাবা ৪ মাস আগে মারা যান। আজ সকালে কবরস্থানে গিয়ে দেখি, বাবার কবর খোঁড়া এবং ভেতরে লাশ নেই।”
স্থানীয় মুকুল মিয়া জানান, তিনি প্রতিদিন ফজরের নামাজের পর কবরস্থানে যান। সকালে তিনি দেখতে পান, একাধিক কবর খোঁড়া হয়েছে এবং তিনটি কবর থেকে লাশ উধাও। এরপর তিনি এলাকাবাসীকে খবর দেন।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকেই ধারণা করছেন, কোনো চক্র লাশ চুরি করে নিয়ে গেছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যদি মৃতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়, তাহলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”