শিরোনাম
বরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডহিজলায় জামায়াত ইসলামীর হেয়ালি পনায় অনুপ্রবেশ করছে আওয়ামী লীগ ব্যার্থ হচ্ছে ছাত্র জনতার আত্মত্যাগশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

দুইশর নিচে ব্রয়লার মুরগি, ডিমের দামেও স্বস্তি ফিরেছে বাজারে

দুইশর নিচে ব্রয়লার মুরগি, ডিমের দামেও স্বস্তি ফিরেছে বাজারে

ক্রাইম জোন ২৪।। ঈদ পরবর্তী বাজারে রাজধানীবাসীর জন্য খানিকটা স্বস্তির খবর—ব্রয়লার মুরগির দাম নেমেছে দুইশ টাকার নিচে এবং ডিমের দামেও দেখা দিয়েছে স্থিরতা। মাছসহ বেশ কয়েকটি নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় প্রোটিনের জোগান দিতে এখন অনেকেই ভরসা করছেন মুরগি ও ডিমের ওপর।

শুক্রবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর বাড্ডা, রামপুরা ও বনশ্রী এলাকার বাজার ঘুরে দেখা যায়, মাছের সরবরাহ কিছুটা কম থাকলেও মুরগি ও ডিমের দাম ছিল স্থিতিশীল। বিক্রেতারা জানান, চাহিদা কম থাকায় ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়। যা ঈদের আগে ছিল ২২০ থেকে ২৪০ টাকা। সোনালী মুরগি পাওয়া যাচ্ছে ২৭০-২৮০ টাকায়, যা পূর্বে ছিল ৩০০ টাকার ওপরে।

একইসঙ্গে ডিমের দামও আগের মতোই রয়ে গেছে। বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১২০-১২৫ টাকায়। সরবরাহ স্বাভাবিক থাকায় এ দামে তেমন কোনো পরিবর্তন আসেনি। ফলে মাংসের বাজারে মূল্যবৃদ্ধির বিপরীতে ডিম ও মুরগি এখন সাধারণ মানুষের প্রধান প্রোটিনের উৎস হয়ে উঠেছে।

বেসরকারি চাকরিজীবী সেলিম হোসেন বলেন, “মাছ এখন অনেকটা বিলাসিতা। তবে আজ ব্রয়লার ও ডিমের দাম দেখে স্বস্তি পেলাম।”

ডিম বিক্রেতা রাসেল মিয়া জানান, “আগে ডিমের বাজারে সিন্ডিকেট ছিল, এখন সেটা ভেঙে যাওয়ায় দাম স্থির রয়েছে। তাই এখন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ ডিম সহজে কিনতে পারছেন।”

মুরগি বিক্রেতা মফিজুল ইসলাম বলেন, “ঈদের আগে চাহিদা বেশি থাকলেও দাম ছিল অনেক। এখন চাহিদা কম, তাই দামও কম। তবুও বিক্রি ভালো হচ্ছে।”

ক্রেতা-বিক্রেতা উভয়ের বক্তব্য থেকে বোঝা যায়, যদি সরবরাহ ও বাজার তদারকি নিয়মিত থাকে, তাহলে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হতে পারে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button