বরিশালে ফারুক-খোকন-সাদিকসহ ৩০০ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


বরিশালে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার ও তার স্ত্রী নাসরিন জাহান রত্নাসহ ৩০১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন মো. সুলতান খান নামের এক ব্যক্তি। তিনি নিজেকে বৈষম্যবিরোধী সাংবাদিক ফোরামের আহ্বায়ক হিসেবে পরিচয় দিয়েছেন।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা ১৭ জুলাই বিকেল ৫টার দিকে নগরীর নথুল্লাবাদ জিয়া সড়ক ব্রিজের ঢালে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর পরিকল্পিত হামলা চালায়। এতে ৩০০-৪০০ জন আহত হন এবং দোকানপাটে আগুন ধরিয়ে দেওয়া হয়।
কোতোয়ালি থানার ওসি বলেন, মামলাটি রেকর্ড করা হয়েছে এবং তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরও বিস্তারিত জানতে ক্রাইম জোন ২৪-এর সাথে থাকুন।