শিরোনাম

ববিতে ছাত্রলীগের কর্মসূচির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

ববিতে ছাত্রলীগের কর্মসূচির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার (২৯ জানুয়ারি) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে বিক্ষোভ শুরু হয়ে আবাসিক হল ও ভোলা রোড প্রদক্ষিণ শেষে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাকিব আহমেদ বলেন, “বাংলাদেশে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের কোনো জায়গা হবে না। আমরা যে কোনো মূল্যে তাদের রুখে দেব।”

এছাড়া, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সদস্য আশিক আহমেদ বলেন, “বাংলার ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়ে এই সংগঠনকে প্রতিহত করবে।”

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তী সরকার উৎখাতের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ ৫ দফা কর্মসূচি ঘোষণা করেছে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button