পোল্ট্রি ও ফিস ফিডের দোকানে অগ্নিকাণ্ড


ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় একটি পোল্ট্রি ও ফিস ফিডের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ৯ ধারা ইউনিয়নের ধারা বাজারে অবস্থিত “এরশাদ পোল্ট্রি এন্ড ফিস ফিড” দোকানে এ দুর্ঘটনা ঘটে।
দোকানটির স্বত্বাধিকারী এরশাদ আলী জানান, অগ্নিকাণ্ডে দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, গভীর রাতে দোকান থেকে ধোঁয়া এবং আগুনের শিখা দেখা যায়। দ্রুত তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও আগুনে দোকানের মালামালের বড় অংশ নষ্ট হয়ে যায়।
দোকান মালিক এরশাদ আলীর বাড়ি হালুয়াঘাট উপজেলার কুতিকুড়া গ্রামে।