এসএসসি পরীক্ষার্থী অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি


ক্রাইম জোন ২৪।। রাজধানীর রামপুরা এলাকা থেকে এসএসসি পরীক্ষার্থী আরেফিন কামরুল ইসলাম (১৭) অপহৃত হয়েছে। অপহরণকারীরা তার বাবার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। ইতোমধ্যে আরেফিনের বাবা হারুন অর রশিদ খান মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২৬ হাজার টাকা দিয়েছেন। তবে এখনও ছেলেকে ফেরত পাননি।
ঘটনার বিস্তারিত অনুযায়ী, বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল ৫টার দিকে পূর্ব রামপুরার সালামবাগ মসজিদ এলাকার নিজ বাসা থেকে বন্ধুদের সঙ্গে দেখা করার কথা বলে বের হয় আরেফিন। সে সময় তার সঙ্গে একটি ল্যাপটপ ও মোবাইল ফোন ছিল। তবে রাতে বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তার নম্বরে ফোন দিলে সেটি বন্ধ পান। এরপর আত্মীয়-স্বজন ও বন্ধুদের বাসায় খোঁজ নিয়েও কোনো তথ্য পাননি।
রাত ১টা ৯ মিনিটের দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে হারুন অর রশিদের মোবাইল ফোনে কল আসে। কলের অপর প্রান্ত থেকে জানানো হয়, আরেফিনকে অপহরণ করা হয়েছে এবং তাকে মুক্ত করতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। টাকা না দিলে আরেফিনকে হত্যা করে হাতিরঝিল ব্রিজে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়।
পরে অপহরণকারীরা একাধিক বার মোবাইল ব্যাংকিং নম্বরে টাকা পাঠাতে বলে। হারুন অর রশিদ নিজের সাধ্যমতো ১২টি লেনদেনে মোট ২৬ হাজার টাকা পাঠান। কিন্তু এরপরেও অপহৃত ছেলেকে তারা ফিরিয়ে দেয়নি।
শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে হারুন অর রশিদ রামপুরা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বলেন, “আমরা অভিযোগ পেয়েছি এবং মামলা রেকর্ড করেছি। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।”
উল্লেখ্য, আরেফিন এসএসসি পরীক্ষার্থী। বৃহস্পতিবারের পরীক্ষা শেষে বিকেলে বাসা থেকে বের হওয়ার পরই এই অপহরণের ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।