শিক্ষকতাকে প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে: হাসনাত আব্দুল্লাহ


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নত করতে শিক্ষকতাকে প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে তিনি শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং মেধাবীদের এই পেশায় আসতে উৎসাহিত করার আহ্বান জানান।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) মাদারীপুরের দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুস সবুর ও সহকারী শিক্ষক জামাল মোহাম্মদ কবিরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ আরো বলেন, শিক্ষকতা এমন একটি পেশা, যা শিক্ষার্থীদের গড়ে তোলে, তাই তাদের সর্বোচ্চ সম্মান দেয়া উচিত।
অনুষ্ঠানে বিদায়ী দুই শিক্ষক তাদের ৩৩ বছরের শিক্ষকতা জীবনের স্মৃতি ও শিক্ষার্থীদের উপদেশমূলক বক্তব্য রাখেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অতিথি, শিক্ষক, ও শিক্ষার্থীরা।