শিরোনাম
বরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডহিজলায় জামায়াত ইসলামীর হেয়ালি পনায় অনুপ্রবেশ করছে আওয়ামী লীগ ব্যার্থ হচ্ছে ছাত্র জনতার আত্মত্যাগশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

২০২৫ সালে বিশ্বব্যাপী জ্বালানির দাম বৃদ্ধির পূর্বাভাস

২০২৫ সালে বিশ্বব্যাপী জ্বালানির দাম বৃদ্ধির পূর্বাভাস

মার্কিন অর্থনীতিকে শক্তিশালী করতে ট্রাম্পের নেওয়া পদক্ষেপ এবং চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য শি জিনপিংয়ের উদ্যোগের প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে। এর ফলে চলতি বছরজুড়ে অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাসসহ সব ধরনের জ্বালানির দাম বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

নিউইয়র্কভিত্তিক বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ট্রেডিং ইকনোমিকস জানিয়েছে, জ্বালানির চাহিদা বেড়ে যাওয়ায় ২০২৫ সালের পুরো সময় ধরে দাম বৃদ্ধি অব্যাহত থাকবে।

তাদের হালনাগাদ তথ্য অনুযায়ী, শুক্রবার প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেল বিক্রি হয়েছে ৭৩.৪০ ডলারে। এক সপ্তাহে এই তেলের দাম ৩.৯৬ শতাংশ বেড়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, বছরের প্রথম প্রান্তিকে এই তেলের দাম ৭৩ ডলার অতিক্রম করবে এবং ডিসেম্বরে পৌঁছাবে ৭৮.৫২ ডলারে।

অন্যদিকে, ব্রেন্ট ক্রুড তেলের বর্তমান দাম ৭৬.১৮ ডলার। পূর্বাভাস অনুযায়ী, বছর শেষে এর দাম দাঁড়াবে ৮১ ডলারে।

একইভাবে, গ্যাসোলিনের বর্তমান দাম প্রতি গ্যালন ২.০৬ ডলার। বছরের শেষে এটি বেড়ে হবে ২.২২ ডলার। প্রাকৃতিক গ্যাসের বর্তমান মূল্য ৩.৬৬ ডলার, যা ডিসেম্বরে বেড়ে ৪.৫৮ ডলারে পৌঁছাবে।

কয়লার দামও ২০২৫ সালে বাড়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে প্রতি টন কয়লার দাম ১২৪.৬০ ডলার হলেও ডিসেম্বর নাগাদ এটি ১৩৪.৬৭ ডলারে উন্নীত হতে পারে।

বিশ্লেষকরা মনে করছেন, বিনিয়োগকারীদের আগ্রহ এবং বিশ্ববাজারে চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই প্রবণতা ২০২৫ সালের পুরো সময় জুড়ে বজায় থাকবে।

 

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button