বাবা মারা যাওয়ার এক সপ্তাহের মধ্যে ছেলেকে হত্যা


ফরিদপুর শহরের ভাটি লক্ষ্মীপুর এলাকায় হোসাইন ব্যাপারী (১৩) নামের এক কিশোরকে দুর্বৃত্তরা হত্যা করেছে। শুক্রবার সকালে একটি মহিলা মাদরাসার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত হোসাইন চর টেপাখোলা ব্যাপারীপাড়ার মৃত খোকা ব্যাপারীর ছেলে। এক সপ্তাহ আগেই তার বাবা মারা যান। পরিবারে সে ছিল সবার ছোট। তার চাচাতো ভাই জানান, হোসাইনের উপার্জনের জন্য নতুন একটি রিকশা কিনে দেওয়া হয়েছিল।
পুলিশ ও এলাকাবাসীর তথ্যমতে, বৃহস্পতিবার বিকেলে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় হোসাইন। রাতে সে আর ফেরেনি। খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে তার মরদেহ পাওয়া যায়। দড়ি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিন টিমও তদন্ত চালাচ্ছে। দ্রুত জড়িতদের গ্রেফতার করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।