শিরোনাম

বড় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন জোকোভিচ

বড় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন জোকোভিচ

Ajker Patrika

বড় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন জোকোভিচ

ক্রীড়া ডেস্ক    

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ২১: ৩৩

Photo

সিনসিনাটি মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন নোভাক জোকোভিচ। ছবি: এএফপি

উইম্বলডনের সেমিফাইনালে ইয়ানিক সিনারের কাছে পরাজিত হওয়ার পর এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি নোভাক জোকোভিচ। এ সপ্তাহে শুরু হতে যাওয়া এটিপি সিনসিনাটি মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ৩৮ বছর বয়সী এই সার্বিয়ান তারকা। টুর্নামেন্ট কমিটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আগস্টের শেষ সপ্তাহে শুরু হচ্ছে ইউএস ওপেন। তার আগে জোকোভিচের কোনো ম্যাচ খেলারও আর সম্ভাবনা নেই বললে চলে। ২৪টি গ্র্যান্ড স্লামের মালিক জোকোভিচ ২০০৫ সালে প্রথমবারের মতো সিনসিনাটিতে খেলেছেন। ২০২৩ সালে সবশেষ এই মাস্টার্স টুর্নামেন্টের তৃতীয় শিরোপা জয় করেছিলেন। এর আগে পরাজিত হয়েছেন পাঁচটি ফাইনালে।

এদিকে বিশ্রামের কারণে জোকোভিচ ও কার্লোস আলকারাজের মতোই বর্তমানে এটিপি টরন্টো মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় সিনার। উইম্বলডনের পর নিজেকে আবারও সতেজভাবে ফিরিয়ে আনার লক্ষ্যেই টরন্টোতে খেলছেন না সিনার। তবে সিনসিনাটিতে তাঁকে দেখা যাবে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে সিনার ও তাঁর দল গলফ কোর্সে একটি সেলফি পোস্ট করেন। গতকাল থেকে প্রাক্‌-ইউএস ওপেনের প্রথম অনুশীলন সেশনে যোগ দিয়েছেন সিনার।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button