শিরোনাম
পরমাণু শক্তি কমিশনে ১৮২ জনের চাকরির সুযোগবিতর্কের মধ্যেই ট্রাম্পের সাবেক আইনজীবী বোভকে ফেডারেল আপিল আদালতের আজীবন বিচারক নিয়োগমানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আ. লীগ নেতা মোবারককে খালাসআবার মঞ্চে আসছে জাগরণী থিয়েটারের নাটক ‘কাদামাটি’কাগজে কলমে বেড়েছে পাটের চাষ, কৃষকেরা বলছেন কমেছেওয়েস্ট ইন্ডিজ সিরিজ হতে না হতেই অস্ট্রেলিয়ার চমকহামাসকে অস্ত্র ও গাজার শাসনভার ছাড়তে বলল আরব বিশ্ব, সমর্থন পশ্চিমা বিশ্বেরস্মৃতির গর্জন ও বিবেকের দায়রাঙামাটিতে আনসার পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটকবাংলাদেশর ওপর যুক্তরাষ্ট্রের ৩৫% পাল্টা শুল্ক কমছে, সবুজ সংকেত যুক্তরাষ্ট্রের

চট্টগ্রামে বিএনপির ৫ নেতাকে বহিষ্কার

চট্টগ্রামে বিএনপির ৫ নেতাকে বহিষ্কার

সংঘাত ও হানাহানি সৃষ্টি করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানসহ পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পত্রে এই কথা জানানো হয়েছে।

বহিষ্কৃত বাকি নেতারা হলেন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, বারৈয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম মিয়াজী, যুবদল নেতা সিরাজুল ইসলাম ও কামাল উদ্দিন।

অভিযুক্ত নেতাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এই বিষয়ে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম আজকের পত্রিকাকে জানান, ‘দলীয় শৃঙ্খলা ভাঙার কারণে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে দলের সর্বোচ্চ পর্যায় থেকে।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button