মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আ. লীগ নেতা মোবারককে খালাস


মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনের করা আপিল মঞ্জুর করে তাঁকে খালাস দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে ট্রাইব্যুনালের দেওয়া রায়ও। আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ এই রায় দেন।
এর আগে, গত ৮ জুলাই শুনানি শুরু হয়। শুনানি শেষে রায়ের জন্য গত ২২ জুলাই আজকের দিন ধার্য করে দেন আপিল বিভাগ। মোবারক হোসেনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এসএম শাহজাহান ও ইমরান এ সিদ্দিক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
মুক্তিযুদ্ধের সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মোবারক হোসনেকে ২০১৪ সালের ২৪ নভেম্বর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে ২০১৪ সালের ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্টে আপিল করেন মোবারক হোসেন।
দীর্ঘ সময় এই শুনানি বন্ধ ছিল। ‘ট্রাইব্যুনালে দণ্ডিত ৫২ জনের আপিল নিষ্পত্তির অপেক্ষায়’—শিরোনামে গত ৬ জুলাই আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ৮ জুলাই মোবারক হোসেনের মামলার মধ্য দিয়ে আবারও মানবতাবিরোধী অপরাধ মামলার আপিল শুনানি শুরু হয়।