শিরোনাম

ফুঁপিয়ে কাঁদছে জ্যোতির ৬ বছরের যমজ শিশু

ফুঁপিয়ে কাঁদছে জ্যোতির ৬ বছরের যমজ শিশু

গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে মারা যাওয়া ফারিয়া তাসনিম জ্যোতির (৩২) দাফন সম্পন্ন হয়েছে। তিনি চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া এলাকার বাসিন্দা এবং পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার মৃত বাবলুর মেয়ে।

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরে জ্যোতির মরদেহ নিয়ে পৌঁছান স্বজনেরা। এ সময় স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল তাঁর ছয় বছরের যমজ শিশুসন্তান আরিয়ান ও আইয়ান। রাত ১০টায় পুরাতন গোরস্থান জামে মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে চুয়াডাঙ্গা শহরের পুরাতন গোরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করে পরিবার।

ফারিয়া তাসনিম জ্যোতি রাজধানীর মিরপুরে সন্তানদের নিয়ে বসবাস করতেন। তিনি মনি ট্রেড ইন্টারন্যাশনাল হেলথ নামের একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে গত রোববার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকনা খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হন জ্যোতি। রোববার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দফায় দফায় উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অবশেষে মঙ্গলবার সকাল ৯টার দিকে টঙ্গী এলাকার শালিকচুড়া (টেকপাড়া) বিল থেকে তাঁর মরদেহ উদ্ধার হয়।

জ্যোতির ভাই আক্তারুজ্জামান শোভন বলেন, ‘গত রোববার আমার বোন নিখোঁজ হয়, প্রায় ৩৬ ঘণ্টা অতিবাহিত হওয়ার পর মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরের পরেই আমরা লাশ নিয়ে চুয়াডাঙ্গা উদ্দেশে রওনা হই। পরিবারের সবার মতামতের ভিত্তিতে এশার নামাজের পর পুরাতন গোরস্থানে তাঁর লাশের দাফন করা হয়।’

গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে মারা যাওয়া ফারিয়া তাসনিম জ্যোতির ছয় বছরের যমজ শিশুসন্তান আরিয়ান ও আইয়ান। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে মারা যাওয়া ফারিয়া তাসনিম জ্যোতির ছয় বছরের যমজ শিশুসন্তান আরিয়ান ও আইয়ান। ছবি: আজকের পত্রিকা

এদিকে রাত ১০টার দিকে বৃষ্টি উপেক্ষা করে ফারিয়া তাসনিম জ্যোতির জানাজায় চুয়াডাঙ্গার নানা স্তরের মানুষ অংশ নেয়। দুই শিশুছেলের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

জ্যোতির বড় ভাইয়ের ছেলে আশিকুজ্জামান নিশাত বলেন, ‘এই যে দুর্ঘটনাটি ঘটল। নিষ্পাপ দুই শিশুকে দেখে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তাঁদের কী বলে সান্ত্বনা দেব। মানুষের জীবনের মূল্য নেই। ঢাকনাবিহীন ড্রেন জীবন কেঁড়ে নিল। দুই শিশুর কাছ থেকে তাদের মাকে কেড়ে নিল।’

গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে মারা যাওয়া ফারিয়া তাসনিম জ্যোতির ছয় বছরের যমজ শিশুসন্তান আরিয়ান ও আইয়ান। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে মারা যাওয়া ফারিয়া তাসনিম জ্যোতির ছয় বছরের যমজ শিশুসন্তান আরিয়ান ও আইয়ান। ছবি: আজকের পত্রিকা

জানাজা ও দাফনে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সদস্যসচিব সুমন পারভেজ খানসহ নিহতের পরিবারের সদস্য, স্বজনসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আরও পড়ুন:

  • ‎ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর লাশ ৩৬ ঘণ্টা পর বিল থেকে উদ্ধার
  • ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ
  • টঙ্গীতে ‎ম্যানহোলে পড়া নারীর ২০ ঘণ্টায়ও সন্ধান মেলেনি, মহাসড়ক অবরোধ
  • ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button