শিরোনাম

চাঁদপুরে চাঁদাবাজিসহ নানা অভিযোগে বিএনপির নেতা বহিষ্কার

চাঁদপুরে চাঁদাবাজিসহ নানা অভিযোগে বিএনপির নেতা বহিষ্কার

Ajker Patrika

চাঁদপুরে চাঁদাবাজিসহ নানা অভিযোগে বিএনপির নেতা বহিষ্কার

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০৯: ৫৮

Photo

আব্দুল মান্নান লস্কর, আনোয়ার হোসেন ভূঁইয়া ও ইমাম হোসেন হাজী। ছবি: সংগৃহীত

চাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির তিন নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর রয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন জেলা বিএনপির সদস্য ও ছেঙ্গারচর পৌর বিএনপি সহসভাপতি আব্দুল মান্নান লস্কর, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহসভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া এবং উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ইমাম হোসেন হাজী। তাঁদের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

এই তিন নেতার মধ্যে আব্দুল মান্নান লস্কর কারাগারে রয়েছেন। তিনি মতলব উত্তর উপজেলার গরু ব্যবসায়ী আহম্মদ উল্লার দায়ের করা চাঁদাবাজি মামলায় কারাগারে রয়েছেন।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button