ঢাকায় স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিলল চমকপ্রদ গতি


ক্রাইম জোন ২৪।। আগামী ৯ এপ্রিল বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার শুরু হতে যাচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশে উচ্চগতি ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবার নতুন অধ্যায়ে প্রবেশ করবে। তবে আনুষ্ঠানিক পরীক্ষার আগেই ঢাকার একটি হোটেলে স্টারলিংক ইন্টারনেটের গতি পরীক্ষা করা হয়েছে এবং ফলাফল ছিল চমকপ্রদ।
এ পরীক্ষায় ডাউনলোড গতি ২৩০ এমবিপিএস এবং আপলোড গতি ২০ এমবিপিএস রেকর্ড করা হয়। ইন্টারনেটের ল্যাটেন্সি ছিল ৫০-৫৩ মিলিসেকেন্ড। পরীক্ষার সময় স্টারলিংকের সার্ভার ছিল সিঙ্গাপুর ও হংকংয়ে, এবং ক্লায়েন্ট লোকেশন ছিল মালয়েশিয়ার কুয়ালালামপুর।
স্পেসএক্সের মালিকানাধীন স্টারলিংক সেবা লো-আর্থ অরবিট (এলইও) স্যাটেলাইট ব্যবহার করে ইন্টারনেট সেবা দেয়, যা বিশেষ করে দুর্গম ও গ্রামীণ এলাকায় উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে যেখানে এখনও অনেক প্রত্যন্ত এলাকায় ফাইবার অপটিক বা ব্রডব্যান্ড সংযোগ পৌঁছায়নি, সেখানে স্টারলিংক একটি সম্ভাবনাময় সমাধান হয়ে উঠতে পারে।
আগামী ৯ এপ্রিল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন হবে, যেখানে স্টারলিংকের ইন্টারনেট সেবা ব্যবহার করা হবে। ওই দিন থেকেই সম্মেলনের সবগুলো ইভেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে।