ক্রাইম জোন ২৪।। আগামী ৯ এপ্রিল বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার শুরু হতে যাচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশে উচ্চগতি ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবার নতুন অধ্যায়ে প্রবেশ করবে। তবে আনুষ্ঠানিক পরীক্ষার আগেই ঢাকার একটি হোটেলে স্টারলিংক ইন্টারনেটের গতি পরীক্ষা করা হয়েছে এবং ফলাফল ছিল চমকপ্রদ।
এ পরীক্ষায় ডাউনলোড গতি ২৩০ এমবিপিএস এবং আপলোড গতি ২০ এমবিপিএস রেকর্ড করা হয়। ইন্টারনেটের ল্যাটেন্সি ছিল ৫০-৫৩ মিলিসেকেন্ড। পরীক্ষার সময় স্টারলিংকের সার্ভার ছিল সিঙ্গাপুর ও হংকংয়ে, এবং ক্লায়েন্ট লোকেশন ছিল মালয়েশিয়ার কুয়ালালামপুর।
স্পেসএক্সের মালিকানাধীন স্টারলিংক সেবা লো-আর্থ অরবিট (এলইও) স্যাটেলাইট ব্যবহার করে ইন্টারনেট সেবা দেয়, যা বিশেষ করে দুর্গম ও গ্রামীণ এলাকায় উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে যেখানে এখনও অনেক প্রত্যন্ত এলাকায় ফাইবার অপটিক বা ব্রডব্যান্ড সংযোগ পৌঁছায়নি, সেখানে স্টারলিংক একটি সম্ভাবনাময় সমাধান হয়ে উঠতে পারে।
আগামী ৯ এপ্রিল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন হবে, যেখানে স্টারলিংকের ইন্টারনেট সেবা ব্যবহার করা হবে। ওই দিন থেকেই সম্মেলনের সবগুলো ইভেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]