শিরোনাম
ইতালির মর্যাদাপূর্ণ চিভিতেলা রানিয়েরি ফেলোশিপ পেলেন কথাসাহিত্যিক মশিউল আলমফেসবুক পোস্টের জেরে আড়াইহাজারে ২ ইউপি সদস্যের বাড়িতে হামলা, লুটপাটচাঁপাইনবাবগঞ্জে দিনে দোকানে চুরিভারত-যুক্তরাজ্য শুল্কমুক্ত বাণিজ্য চুক্তির আড়ালেপাকিস্তান সেনাবাহিনীর হাতে চীনের তৈরি অত্যাধুনিক মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার জেট-১০টাঙ্গাইলে চাঁদা দাবির অভিযোগে বিএনপির গ্রেপ্তার হওয়া ৩ নেতা বহিষ্কারবিদ্যুতায়িত ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরওতারেক রহমান রাজনৈতিকভাবে অপ্রতিরোধ্য: ব্যারিস্টার হেলালপাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনিরদুই বছর ধরে ঔষধ প্রশাসনে ঝুলে আছে এক হাজার ওষুধের নিবন্ধন

যশোরে কুয়েতফেরত যুবককে জবাই করে হত্যা, আটক ৩

যশোরে কুয়েতফেরত যুবককে জবাই করে হত্যা, আটক ৩

Ajker Patrika

যশোরে কুয়েতফেরত যুবককে জবাই করে হত্যা, আটক ৩

অভয়নগর (যশোর) প্রতিনিধি 

প্রকাশ : ১৫ জুন ২০২৫, ১১: ০৭

Photo

নিহত হাসান শেখ। ছবি: আজকের পত্রিকা

যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলি গ্রামে হাসান শেখ (৩০) নামে কুয়েতফেরত এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। আজ রোববার সকালে নাউলি গ্রামের একটি মাছের ঘেরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত হাসান শেখ ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি দীর্ঘ আট বছর কুয়েতে প্রবাসজীবন কাটিয়ে আড়াই মাস আগে দেশে ফেরেন। দেশে ফিরে দুই মাস আগে বিয়ে করেন। তার বড় ভাই মুন্না জানান, শনিবার গভীর রাত পর্যন্ত হাসান বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। রোববার ভোরে গ্রামের বাসিন্দা তবিবুর রহমান নিজ ঘেরপাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাগর, জামিল ও চঞ্চল নামে তিন যুবককে আটক করেছে পুলিশ।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শুভ্র প্রকাশ দাস বলেন, প্রবাসফেরত এক যুবকের জবাইকৃত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তদন্তের মাধ্যমে হত্যার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button