বরিশালে জাল নোটসহ কারবারিকে পুলিশে দিল জনতা


ক্রাইম জোন ২৪।।বরিশাল নগরীতে ১৬ হাজার টাকার জাল নোটসহ এক কারবারিকে আটক করেছে স্থানীয়রা। শনিবার (২২ মার্চ) বিকালে নগরীর পুরান পাড়ার মতাশার এলাকায় ক্রেতা সেজে দোকানদারের কাছে নোট দেওয়ার সময় তাকে হাতেনাতে ধরেন তারা।
গ্রেপ্তারকৃত আশ্রাফুল (৪৫), বরিশাল জেলার গৌরনদী উপজেলার শাহাজিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, তার কাছে ৩০ হাজার টাকার জাল নোট ছিল, এবং ১৪ হাজার টাকার জাল নোট দিয়ে বিভিন্ন দোকানদারের কাছ থেকে পণ্য কিনে ফেলেছিলেন।
এদিন, আশ্রাফুল মতাশার এলাকার একটি দোকানে এক হাজার টাকার একটি জাল নোট দিয়ে পণ্য কিনতে যান। দোকানদার নোটটি দেখে সন্দেহ হলে তা স্থানীয়দের জানায়। এরপর স্থানীয়রা জাল নোটের বিষয়টি নিশ্চিত করে আশ্রাফুলকে গণধোলাই দিয়ে পুলিশে তুলে দেয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত জানান, গ্রেপ্তারকৃত আশ্রাফুলকে জাল নোটসহ পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া চলছে।