শিরোনাম

১৭ লাখ মৃত ভোটার কবর থেকে ভোট দিয়েছে : সিইসি

১৭ লাখ মৃত ভোটার কবর থেকে ভোট দিয়েছে : সিইসি

ক্রাইম জোন ২৪।। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ভোটার তালিকায় থাকা প্রায় ১৭ লাখ মৃত ভোটার কবর থেকে ভোট দিয়েছে। এ ঘটনায় নির্বাচন কমিশন (ইসি) চরম বিস্মিত হয়েছে এবং ভোটার তালিকা সংশোধনের উদ্যোগ নিচ্ছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর ইটিআই ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ডেমোক্রেসি (আরএফইডি)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে সিইসি এসব তথ্য দেন।

তিনি বলেন, “সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের জন্য স্বচ্ছ ভোটার তালিকা অপরিহার্য। কিন্তু আমরা দেখতে পেয়েছি, তালিকায় ১৭ লাখ মৃত ভোটার রয়ে গেছে, যারা কবর থেকে ভোট দিয়েছে! এটি আমাদের কল্পনারও বাইরে ছিল। একইসঙ্গে ৩৬ লাখ নাগরিক এখনো ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।”

সিইসি আরও জানান, রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে নির্বাচন কমিশন বিশেষ পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, “অনেকেই রিলিফ পাওয়ার আশায় রোহিঙ্গা সেজেছে। আবার স্থানীয় অনেক বাংলাদেশির সঙ্গে রোহিঙ্গাদের বিয়ে হচ্ছে, ফলে ভোটার তালিকায় গড়মিল দেখা যাচ্ছে।”

ভোট কারচুপি রোধে সাংবাদিক সংগঠনগুলোর নির্বাচনকে উদাহরণ হিসেবে দেখানোর আহ্বান জানান সিইসি। তিনি বলেন, “সাংবাদিকদের সংগঠনে কোনো কারচুপি হয় না, কোনো অভিযোগও আসে না। আমরা চাই নির্বাচন স্বচ্ছ ও অবাধ হোক।”

ইসি নিশ্চিত করেছে, ভুল ও মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দিতে শিগগিরই বিশেষ কার্যক্রম পরিচালনা করা হবে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button