অর্থসংকট থাকা সত্ত্বেও বাড়ছে না বিদ্যুতের দাম


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবীর খান জানিয়েছেন, বিদ্যুৎ খাতে অর্থসংকট থাকলেও আপাতত বিদ্যুতের দাম বাড়ানো হবে না।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিদ্যুৎ ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি বলেন, ব্যয় সংকোচন করে বিদ্যুৎ খাতে সমন্বয় করা হচ্ছে। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব থাকলেও তা বিদ্যমান গ্রাহকদের ওপর প্রভাব ফেলবে না, বরং নতুন সংযোগ গ্রহণকারীদের ক্ষেত্রে দাম বাড়তে পারে।
তিনি আরও জানান, আসন্ন গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা মেটাতে গ্যাস সরবরাহ বাড়ানো হবে এবং ৪ কার্গো এলএনজি আমদানি করা হবে। রমজানে বিদ্যুতের চাহিদা ১৫,৭০০ মেগাওয়াট ও গ্রীষ্মে ১৮,০০০ মেগাওয়াট নির্ধারণ করা হয়েছে। লোডশেডিং কমানোর চেষ্টা করা হবে, তবে টেকনিক্যাল সমস্যার কারণে কিছু বিভ্রাট হতে পারে।
সেচ ও খাদ্য উৎপাদন বাধাগ্রস্ত না করতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারে ২৪-২৫ ডিগ্রি তাপমাত্রা রাখলে বিদ্যুৎ সাশ্রয় সম্ভব বলে উপদেষ্টা উল্লেখ করেন। পাশাপাশি অবৈধ গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের কার্যক্রমও অব্যাহত থাকবে।