ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা


ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানে অবস্থিত ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভবনে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ক্ষতি হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত গবেষণা সংস্থা ইন্সটিটিউট ফর পলিটিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (আইপিআইএস) প্রেসিডেন্ট সাঈদ খাতিবজাদে বলেন, বোমার আঘাতে আইপিআইএসের ভবনটিও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মূল টার্গেট ভবনের বিপরীতে অবস্থিত।
খাতিবজাদে এক এক্স (সাবেক টুইটার) পোস্টে ইনস্টিটিউটের লাইব্রেরির ক্ষয়ক্ষতির ভিডিও ফুটেজ শেয়ার করে দাবি করেনছেন, এই আঘাত কূটনৈতিক অবকাঠামোর ওপর “একটি অগ্রহণযোগ্য হামলা”।
ইসরায়েল বর্তমানে ইরানের সামরিক, পারমাণবিক এবং কৌশলগত গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর ধারাবাহিক হামলা চালাচ্ছে। যদিও অধিকাংশ লক্ষ্য ছিল সামরিক ঘাঁটি, বিজ্ঞানীদের আবাসস্থল এবং অস্ত্রভাণ্ডার, এবার সেই হামলা রাজনৈতিক ও কূটনৈতিক প্রতিষ্ঠানে গিয়ে পৌঁছেছে।
এ ঘটনায় ইসরায়েল এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি, তবে এর আগে তারা জানিয়েছিল—তাদের সব লক্ষ্য ছিল “ইরানের প্রতিরক্ষা ও অস্ত্র উৎপাদনের হৃদকেন্দ্র”। আইপিআইএস সাধারণত আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা নীতির গবেষণার কাজে নিয়োজিত এবং এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।
এই ধরনের হামলা আন্তর্জাতিক কূটনৈতিক নিয়মনীতি লঙ্ঘনের প্রশ্ন তুলতে পারে, বিশেষ করে যদি প্রমাণিত হয় যে লক্ষ্যবস্তু ছিল অসামরিক গবেষণা প্রতিষ্ঠান।